ভারত থেকে ৬২ লাখ মশারি কিনতে যাচ্ছে পাকিস্তান

ভারত থেকে ৬২ লাখ মশারি কিনতে যাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক স্লাইড

অক্টোবর ১২, ২০২২ ৭:৫৪ পূর্বাহ্ণ

পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে বন্যার পানি কমায় ম্যালেরিয়া-ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ছে । এসব রোগ থেকে জনগণকে সুরক্ষা দিতে ভারত থেকে ৬২ লাখ মশারি কিনতে যাচ্ছে পাকিস্তান।

জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গত চার দশকের মধ্যে এবার পাকিস্তানে সর্বোচ্চ বর্ষণ ও উত্তরাঞ্চলের পার্বত্য হিমবাহ গলে নজিরবিহীন বন্যা দেখা দিয়েছে। দেশটির প্রায় অর্ধেক এলাকা বন্যার পানিতে ডুবে ছিল।

এতে আরো বলা হয়, বন্যার পানি  ধীরে ধীরে কমতে থাকলেও অনেক এলাকায় জলাবদ্ধতা দূর হয়নি। এজন্য দেশটির বিভিন্ন অঞ্চলে মহামারির মতো পানি ও মশাবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে ।

পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলেন, গত সাত দিনের বেশি সময়ে ম্যালেরিয়া পাকিস্তানের জনস্বাস্থ্য সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠছে। দেশের বন্যাকবলিত ৩২টি জেলার হাজার হাজার মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত। এ রোগীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশুও। তাই মশাবাহীত রোগ প্রতিরোধে মশারির ব্যবস্থা করা হচ্ছে। মশারি আমদানির অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আগামী ১৫ নভেম্বরের মধ্যে ভারত থেকে পাকিস্তানে আসবে ৬২ লাখ মশারি।

পাকিস্তানের বন্যাদুর্গতদের চিকিৎসায় বিশেষ বৈশ্বিক তহবিল গঠন করেছে জাতিসংঘের অন্যতম অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সেই তহবিল থেকে মশারি ব্যয় পরিশোধ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *