ভারতে ২০০ জন মিলে হত্যা করল 'চাম্পারানের মানুষখেকো' বাঘকে

ভারতে ২০০ জন মিলে হত্যা করল ‘চাম্পারানের মানুষখেকো’ বাঘকে

আন্তর্জাতিক স্লাইড

অক্টোবর ১০, ২০২২ ৭:৫৫ পূর্বাহ্ণ

ভারতের বিহারে ‘চাম্পারানের মানুষখেকো’ হিসেবে কুখ্যাত বাঘকে গুলি করে হত্যা করা হয়েছে।

তিন বছর বয়সী বাঘটি নয়জন মানুষকে হত্যা করেছিল৷ এরমধ্যে ছয়জনকেই গত এক মাসে মেরে ফেলেছিল বাঘটি৷ যার মধ্যে ছিল আট বছর বয়সী একটি মেয়ে ও তার মা। দুইদিন আগে মা-মেয়েকে হত্যা করে বাঘটি।

বাঘটি অতি হিংস্র হওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পরে৷ প্রথমে এটিকে অজ্ঞান করে ধরার চেষ্টা করা হয়৷ কিন্তু এটি ব্যর্থ হলে পুলিশের সদস্যরা গুলি করে বাঘটিকে মেরে ফেলে।

এ বাঘটিকে হত্যা করতে বন বিভাগ ও পুলিশের শুটারসহ ২০০ জন অংশ নেন৷ তাছাড়া মানুষের পাশাপাশি তিনটি হাতিও ব্যবহার করা হয়৷

স্থানীয় পুলিশ প্রধান কিরণ কুমার সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় দুটি হাতি নিয়ে দুটি দল বনের ভেতর যায়৷ তৃতীয় একটি হাতিকে বাইরে রাখা হয়। তাদের ধারণা ছিল এদিক দিয়ে বাঘটি বের হবে। এরপর সেখানে তারা পাঁচটি গুলি করেন৷ গুলির আঘাতেই বাঘটি মারা যায়৷

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, সেখানে আখের ক্ষেত থাকায় বাঘটি সহজেই লুকিয়ে থাকতে পারত। আর সময় হলে সে শিকারে বের হত৷

সূত্র: এএফপি, মিন্ট ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *