ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দাড়িয়াপুরে কবরস্থান ও ঈদগাহ মাঠের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রবাসী আহত থানায় মামলা, এলাকাবাসীর মানববন্ধন

দেশজুড়ে

অক্টোবর ১৫, ২০২২ ৭:৫৫ অপরাহ্ণ

মোঃ আব্দুল হান্নান (নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি) 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের দাড়িয়াপুরে কবরস্থান ও ঈদগাহ মাঠের চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রবাসী রফিক মিয়াকে কুপিয়ে আহত আশ্রব আলী (ইদন মিয়া)সহ তার লোকজন,এ বিষয়ে রফিক মিয়ার স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে,আশ্রব আলী( ইদন মিয়া),সিদ্দিক মিয়া,ইউনুস মিয়া,ফজল হক,মিটন মিয়া সহ অজ্ঞাত আরো ৭/৮ জনকে আসামী করে বিজয়নগর থানায় একটি মামলা করেন,যার নং-১৩/৪৬৪।

মামলা সুত্রে জানা যায়,আসামীরা পূর্ব শএুতা ও রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রবাসী রফিক মিয়ার উপর হামলা করে তাকে কুপিয়ে আহত করেন ও বাড়িঘর ভাংচুর করে দেড় লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।এ বিষয়ে আহত রফিক মিয়া বলেন,আমি একজন প্রবাসী ছুটিতে দেশে এসেছি,কবরস্থান ও ঈদগাহ মাঠের রাস্তা নিয়ে কথা বলাতে আমার উপর তারা হামলা করেছে আমি এর সুষ্ঠু বিচার চাই,এদিকে শনিবার সকাল ১০টায় আহত রফিক মিয়াকে মারার প্রতিবাদে ,কবরস্থান ও ঈদগাহ মাঠের রাস্তা খুলে দেওয়ার দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছে,বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী,বীর মুক্তিযোদ্ধা আবদুল জাহের, ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতি ফিরোজ মিয়া,আবু তাহের, হযরত আলী,মিজান,অলি রহমান সহ এলাকাবাসীর লোকজন।এসময় বক্তারা বলেন,আশ্রব আলী( ইদন) মিয়া কবরস্থান ও ঈদগাহ মাঠের চলাচলের রাস্তা বন্ধ করে রেখেছে, এলাকার কেউ মারা গেলে লাশ নিয়ে কবরস্থানে যেতে পারছেনা,এখানে তিন বিঘা জায়গার উপর কবরস্থান প্রায় তিন থেকে চারশ বছর আগের কবরস্থান পাশে ঈদগাহ মাঠ সেখানেও মানুষ নামাজ পরতে যেতে অসুবিধা হয়,এসব নিয়ে কথা বলাতে আশ্রব আলী (ইদন)ও তার লোকজন প্রবাসী রফিক মিয়াকে কুপিয়েছে,

এলাকাবাসী আরো বলেন, আসামীরা দরবার শালিশ মানেনা,আমরা চাই আমাদের কবরস্থান ও ঈদগাহ মাঠের রাস্তাটি খুলে দেওয়া হোক।এ বিষয়ে জানতে চাইলে, বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ বলেন,পাহাড়পুর ইউনিয়নের দাড়িয়াপুরের এ বিষয়টা নিয়ে যেহেতু দু’পক্ষের মারামারি হয়ে একজন আহত হয়েছে সেহেতু আমরা অভিযোগের প্রেক্ষিতে মামলা নিয়েছি এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *