পিরোজপুর-২ আসনে নতুন এমপির প্রথম বাজেট ৫০ কোটি টাকা ঘোষণা

দেশজুড়ে

এপ্রিল ২০, ২০২৪ ১১:৩৪ পূর্বাহ্ণ

সোহেল রায়হান, নেছারাবাদ,পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর ২ আসনের জন্য নির্বাচন পরবর্তী প্রথম সরকারী বাজেট ৫০ কোটি টাকা।যার ১৫ কোটি ভান্ডারিয়া,৯ কোটি কাউখালি,এবং ২৬ কোটি নেছারাবাদে।

এই ২৬ কোটি টাকার সঠিক বণ্টনের দায়িত্ব বর্তমান নেছারাবাদ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক” সাহেবের। তিনি এ ব্যাপারে বলেছেন এই ২৬ কোটি টাকা খরচের হিসাব- (ক) ১০ ইউনিয়নের জন্য ২ কোটি করে ১০×২=২০ কোটি। (খ) ইন্দেরহাট ও মিয়ারহাট বন্দরের উন্নয়নের জন্য ও পুরো বন্দরের বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপনের জন্য এবং বাজারের সব আনুষাঙ্গিক উন্নয়নমূলক কার্মকান্ডের জন্য ২.৫ কোটি টাকা। (গ) উপজেলা কার্যালয়ের অধিনে- পৌর এলাকার উন্নয়ন, বিভিন্ন মসজিদ মাদ্রাসা মন্দির সংস্কার,এবং অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য ২.৫ কোটি টাকা।(ঘ) এবং এক্সট্রা আরো ১ কোটি টাকা বলদিয়া ইউনিয়নের উন্নয়নে ব্যয় করা হবে।এই হলো নেছারাবাদের ২৬ কোটি টাকার বাজেট বন্টনের হিসাব।

এবার দেখা যাক বন্টন সঠিক হলেও কাজের ক্ষেত্রে যারা নেতৃত্ব দেবেন তারা এলাকার উন্নয়নে কতোটুকু ভুমিকা রাখে এবং কাজ কি রকম হয়।সাধারন জনগন হিসেবে আম জনতার একটাই প্রত্যাশা – বন্টন যেমন সচ্ছ,সঠিক ও নির্ভূল তেমনি কাজগুলোও যেনো সঠিক, সচ্ছ ও নির্ভূল হয়।মোট কথা এই এলাকার জন মানুষের প্রত্যাশা সঠিক বাস্তবমূখী উন্নয়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *