ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের সাবেক এমপি বি এম ফরহাদ হোসেন সংগ্রামের বিরুদ্ধে মামলা তুলে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)

দেশজুড়ে

জানুয়ারি ২৫, ২০২৪ ২:১৬ অপরাহ্ণ

অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের সাবেক এমপি বি এম ফরহাদ হোসেন সংগ্রামের বিরুদ্ধে মামলা করে পরদিনই তুলে নেয় নির্বাচন কমিশন (ইসি)

অনুসন্ধানে অভিযোগের সত্যতা পেয়ে ইসির নির্দেশে গত রোববার রাতে নাসিরনগর থানায় ফরহাদ হোসেনের বিরুদ্ধে মামলা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম। একদিন না যেতেই মঙ্গলবার আরেকটি চিঠি পেয়ে এ মামলা তুলে নেয়ার জন্য থানায় আবেদন করেন শহিদুল ইসলাম।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোহাগ রানা জানান, নতুন করে আবেদন করায় ফরহাদ হোসেনের বিরুদ্ধে মামলা আর চলবে না।

ফরহাদ হোসেন গত ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা সৈয়দ এ কে একরামুজ্জামানের কাছে হেরে গেছেন। কলার ছড়ি প্রতীকে একরামুজ্জামান পান ৮৯ হাজার ৪২৪ ভোট। আর ফরহাদ নৌকা প্রতীকে পান ৪৬ হাজার ১৮৯ ভোট।

নির্বাচনের প্রচারে ২২ ডিসেম্বর বিকেলে কুন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগের জনসভায় ফরহাদ হোসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন ভূঁইয়ার উদ্দেশে বলেন, ‘নাসিরনগর থেকে তোমার নাম মুছে যাবে।’ পরে ইউপি চেয়ারম্যান ইসিতে অভিযোগ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *