দিনাজপুরের নবাবগঞ্জে মাদক জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতামূলক অপরাধ দমন ও আত্নহত্যার প্রবণতা রোধে বিট পুলিশিং উঠান বৈঠক

দেশজুড়ে

অক্টোবর ৮, ২০২৩ ৩:১৬ অপরাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জে মাদক জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতামূলক অপরাধ দমন ও আত্নহত্যার প্রবণতা রোধে বিট পুলিশিং উঠান বৈঠক এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৭) অক্টোবর সকাল ১১ টায় মাহমুদপুর ইউনিয়নের হলাইজানা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে উক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় পুলিশ পরিদর্শক তদন্ত কর্মকর্তা মমিনুজ্জামান বলেন, মাদক জজ্ঞিবাদ সন্ত্রাস ও নাশকতামূলক অপরাধ দমন ও আত্নহত্যার প্রবণতা রোধে সচেতনমূলক মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ সমাজের জন্য ক্ষতিকারক। এটা সমাজ থেকে নির্মূল করতে হবে। সদিচ্ছা থাকলে এটা নির্মূল করা সম্ভব। তিনি মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানাতে বলেন এবং যাতে করে আমাদের সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা যায় সে জন্য সমাজের সকল কে সচেতন থাকার আহবান জানান।

এ সময় নবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত কর্মকর্তা মমিনুজ্জামান, সাব – ইন্সপেক্টর আহনাফ তাহমীদ, মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান হাসান মোঃ সালাউদ্দিন মাসুম, ইউপি সদস্যসহ
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *