ব্রাজিলে দুই স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩

ব্রাজিলে দুই স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩

আন্তর্জাতিক

নভেম্বর ২৬, ২০২২ ৮:৫৮ পূর্বাহ্ণ

ব্রাজিলের দুটি স্কুলে অজ্ঞাত বন্দুকধারীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। এতে অন্তত ৩ জন নিহত ও ১১ জন আহত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে এই হতাহতের ঘটনা বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সিএনএন-এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য এস্পিরিটো সান্তোর আরাক্রুজ শহরের দুটি স্কুলে গুলিবর্ষণ করে বন্দুকধারী।

বিষয়টি নিশ্চিত করে শহরটির মেয়র লুইস কার্লোস কৌতিনিয়ো স্থানীয় সংবাদমাধ্যম সিবিএন রেডিওকে বলেছেন, শুক্রবার সকালে বন্দুকধারী এবং একদল সন্ত্রাসী স্কুলে হামলা চালিয়ে তিন শিক্ষক ও এক কিশোরীকে হত্যা করে।

এস্পিরিটো সান্তোর গভর্নর রেনাটো কাসাগ্রান্ডে শুক্রবার এক টুইটার পোস্টে নিশ্চিত করেছেন যে, নিরাপত্তা দল হামলাকারীকে পাকড়াও করেছে। তার বয়স ১৬ বছর, যে কিনা আরাক্রুজের দুটি স্কুলে হামলা চালায়। অপূরণীয় ক্ষতি ও শোক প্রকাশে আমি তিন দিনের সরকারি শোক ঘোষণা করেছি। আমরা কারণ অনুসন্ধান চালিয়ে যাব এবং শিগগিরই আমরা নতুন ব্যাখ্যা পাব।

ব্রাজিলে এই ধরনের সহিংসতা তুলনামূলকভাবে বেশ কম। ২০১১ সালে সর্বশেষ এই ধরনের সবচেয়ে ভয়ংকর ঘটনা ঘটেছিল। সে সময় একটি স্কুলে বন্দুকধারীদের গুলিতে ১২ শিশু মারা গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *