ব্যালন ডি অরের দৌড়ে এগিয়ে যে তিন ফুটবলার

ব্যালন ডি অরের দৌড়ে এগিয়ে যে তিন ফুটবলার

খেলা

জুন ১১, ২০২৩ ১২:১৪ অপরাহ্ণ

আগামী ৩০ অক্টোবর প্যারিসে বসবে ফুটবল খেলোয়াড়দের ব্যক্তিগত সর্বোচ্চ পুরস্কার ব্যালন ডি অরের আসর। যেখানে ২০২২-২৩ মৌসুমের বর্ষসেরাদের তালিকা প্রকাশ করা হবে। তবে এবারের ব্যালন ডি অর কার হাতে উঠছে, এ নিয়ে চলছে বেশ আলোচনা। এরই মধ্যে পাওয়ার র‌্যাঙ্কিংয়ে সেরা তিন ফুটবলারের নাম উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে।

এবারের ব্যালন ডি অর পুরস্কার জয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন তিন দেশের তিনজন তারকা ফুটবলার। এরমধ্যে জাতীয় দলের বিচারে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে এবং ক্লাবে দুর্দান্ত পারফর্ম করে আলোচনায় রয়েছেন আর্লিং হালান্ড।

লিওনেল মেসি: ২০২৩ ব্যালন ডি অর জয়ের দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন লিওনেল মেসি। ২০২২-২৩ মৌসুমে বিশ্বকাপ জয়ের পাশাপাশি ৩৮টি গোল এবং ২৫টি অ্যাসিস্ট রয়েছে মেসির। বিশ্বকাপ ছাড়া লিগ ওয়ান এবং ট্রফি দ্য চ্যাম্পিয়ন্সও জিতেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে দাপট দেখাতে ব্যর্থ হওয়া মেসি এবারো ব্যালন ডি অর জয়ে বাকিদের চেয়ে এগিয়ে রয়েছেন।

আর্লিং হালান্ড: এবারের ব্যালন ডি অর জয়ে মেসির মূল প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড। জাতীয় দলের জার্সি গায়ে বড় সাফল্য নেই হালান্ডের। তবে ক্লাব পর্যায়ে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি।

২০২২-২৩ মৌসুমে হালান্ড অবিশ্বাস্যভাবে ৫৩টি গোল করেছেন, সঙ্গে রয়েছে নয় অ্যাসিস্টও। সিটির জার্সিতে প্রিমিয়ার লিগের পাশাপাশি জিতেছেন এফএ কাপও। চ্যাম্পিয়ন্স লিগেও সিটিকে ফাইনালে তুলেছেন হালান্ড। পাশাপাশি ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলেছেন সিটিজেনরা। অবশ্য এ ক্ষেত্রে মেসির চেয়ে হালান্ডের ব্যালন ডি অর জয়ের সম্ভাবনাই বেশি বলা যায়।

কিলিয়ান এমবাপ্পে: ব্যালন ডি অর জয়ের দৌড়ে মেসি-হালান্ডের পরেই রয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের শিরোপা জিততে না পারলেও ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। ক্লাব ফুটবলে পিএসজির জার্সিতেও ছিলেন দারুণ ছন্দে। চ্যাম্পিয়ন্স লিগ ব্যতীত ২০২২-২৩ মৌসুমটা দারুণ কাটিয়েছেন ফরাসি এই তারকা। এই মৌসুমে ৫৩ গোলের পাশাপাশি ১৪টি অ্যাসিস্ট করেছেন তিনি। জিতেছেন লিগ ওয়ানও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *