বেলকুচিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দেশজুড়ে

ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৬:৪৯ অপরাহ্ণ

মোঃ জাহিদুল হক আজিম,বেলকুচি (সিরাজগঞ্জ)

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ১৯৫২ সালের এইদিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশ নির্মমভাবে গুলিবর্ষণ করে। এতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউর সহ অনেকে।

ভাষার জন্য রক্তদানের এই দিনটিকে ‘শহীদ দিবস’ বলা হয়। ১৯৯৯ সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’-এর স্বীকৃতি দেয়। সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

(২১শে ফেব্রুয়ারির মঙ্গলবার) উপজেলা প্রশাসনের আয়োজনে রাত ১২টা এক মিনিটে
বেলকুচি উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানূর বিশ্বাস।পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।সহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের প্রধানগণসহ ছাত্র-ছাত্রীবৃন্দ ও সর্বস্তরের আপামর জনসাধন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *