বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের শেরপুর জেলা শাখার স্মরণিকা প্রকাশ বিষয়ক প্রস্তুতি সভা

বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের শেরপুর জেলা শাখার স্মরণিকা প্রকাশ বিষয়ক প্রস্তুতি সভা

দেশজুড়ে

জানুয়ারি ৪, ২০২৩ ৫:৩৯ অপরাহ্ণ

সামিউল আলম (সোহান)

বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের শেরপুর জেলা শাখার স্মরণিকা প্রকাশ বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারি, সোমবার শেরপুর পৌরসভার কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সদস্য (বাণিজ্যনীতি) শাহ মোঃ আবু রায়হান আলবেরুনী। বিশেষ অতিথি ছিলেন পুষ্পধারা প্রপার্টিজ লি. এর মার্কেটিং ডিরেক্টর ও সাপ্তাহিক শীর্ষ খবরের সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির)।

সভায় আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মী মলয় মোহন বল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক শিবশংকর কারুয়া, মডেল গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরওয়ার জাহান তপন, পুলিশ লাইন একাডেমীর অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থা শেরপুর জেলা শাখার সভাপতি নির্মল কুমার দে, ঝংকার সাংস্কৃতিক পরিষদের সভাপতি আ: কাদের।

সভাপতি, প্রধান অতিথিসহ সভায় উপস্থিত সকলেই স্মরণিকা প্রকাশে আরও গতিশীল, মননশীল এবং সৃষ্টিশীল হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *