নোয়াখালীতে সংখ্যালঘুদের উপর ভূমি দস্যুরা অবৈধভাবে জমি দখল করে মাটি কাটার হিড়িক

দেশজুড়ে

ফেব্রুয়ারি ২০, ২০২৩ ২:৫৬ অপরাহ্ণ

রিপন মজুমদার জেলা প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে এক ভূমিদস্যু কর্তৃক অবৈধভাবে জমি দখল করে মাটি উত্তোলনের ঘটনা ঘটেছে।

রোববার (১৯ ফেব্রুয়ারী ) নোয়াখালীর বেগমগঞ্জের ৬নং রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গীপাড় গ্রামের জগদীশ দাসের দখলীয় জমি জোর পূর্বক ভূমি দস্যু ফয়েজ, আবদুল খালেক, বাদশা ও অন্যান্য সহযোগীরা দিনে দুপুরে বিভিন্ন রকমের হুমকী ধামকী দিয়ে মাটি কেটে / উত্তোলন করে নিচ্ছে যাচ্ছে। এতে সংখ্যালগু সনাতনধর্মের জগদীশের পৈতৃক জায়গা- জমি থেকে ভূমি দস্যুরা গত কয়েক বছর ধরে সময়ে সময়ে ভয় ভীতি দেখিয়ে জোর পূর্বক এভাবে মাটি কেটে নিয়ে যায়।
এদিকে জগদীশ দাসের বাড়ির চলাচলের রাস্তা ভেঙে পড়ার উপক্রম হয়ে গেছে। সংখ্যালগু নিম্ন আয়ের পরিবারের পক্ষে ভূমি দস্যুদের সাথে সামাজিক নেতৃবৃন্দের মাধ্যমে মিমাংসা না হওয়ায় আইনের আশ্রয় গ্রহণ করে। আইনি উদ্যোগে উক্ত জমিনের ও দাগের উপর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের মামলা নং- ৭৯৫/২০২২ কর্তৃক ১৪৪ ধারা জারীকৃত হওয়ার পরেও ভূমি দস্যুরা মাটি কেটেই চলছে। এর প্রতিকারের জন্য জগদীশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনানুগ সুদৃষ্টি ও মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *