বিশ্বজুড়ে একদিনে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ-প্রাণহানি জাপানে

বিশ্বজুড়ে একদিনে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ-প্রাণহানি জাপানে

স্বাস্থ্য স্লাইড

জানুয়ারি ২২, ২০২৩ ৯:১৮ পূর্বাহ্ণ

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭৭০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ২৯৪ জন। এ নিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৬৭ কোটি ৩০ লাখ ২ হাজার ৫৫৯ জন ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৪৩ হাজার ১০৭ জন।

রোববার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এরপরই দক্ষিণ কোরিয়া, মেক্সিকো ও রাশিয়ার অবস্থান।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *