বিশ্বকাপে সেরাটা দিতে চাই: হৃদয়

বিশ্বকাপে সেরাটা দিতে চাই: হৃদয়

খেলা

জুলাই ১৯, ২০২৩ ১:১৫ অপরাহ্ণ

চলতি বছরের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয় তাওহীদ হৃদয়ের। আর অভিষেক ম্যাচেই হৃদয় খেলেন ৯২ রানের দুর্দান্ত এক ইনিংস। এরপর থেকে নিয়মিত সুযোগ পেয়ে দলে ভরসার নাম হয়ে উঠেছেন তিনি। এবার আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে সুযোগ পেলে নিজেদের সেরাটা উজার করে দিতে চান এ ডানহাতি ব্যাটার।

মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মাঠে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তাওহীদ হৃদয়।

এ সময় তিনি বলেন, ‘ব্যাটিং এমন একটা জায়গা যেখানে কুল (চাপমুক্ত) থাকা অতি গুরুত্বপূর্ণ। কারণ ওখানে প্রত্যেকটা বল নির্বাচন করা গুরুত্বপূর্ণ। বোলাররা কামব্যাক করার সুযোগ পায়, কিন্তু ব্যাটসম্যানরা একটা বল ভুল করলে সেখান থেকে কামব্যাক করার সুযোগ থাকে না।’

চলতি বছর বড় দুটি টুর্নামেন্ট রয়েছে। পাকিস্তান ও শ্রীলংকার মাটিতে এশিয়া কাপের পর ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ।

এ দুই টুর্নামেন্ট নিয়ে হৃদয় বলেন, ‘আমি এশিয়া কাপ, বিশ্বকাপ নিয়ে এখনো চিন্তা করিনি। কারণ আমি লম্বা সময় নিয়ে পরিকল্পনা করতে পারি না। সবসময় বর্তমানে থাকতে ভালো লাগে। যদি এশিয়া কাপ বা বিশ্বকাপে সুযোগ পাই আমি কেন যেকোনো ক্রিকেটারই চাইবে নিজের সেরাটা দিয়ে দলে অবদান রাখতে। এটাই আমার লক্ষ্য। সুযোগ পেলে সেরাটা দিয়ে চেষ্টা করবো।’

প্রসঙ্গত, জাতীয় দলের হয়ে এখনো পর্যন্ত খেলেছেন ৯ ওয়ানডে ও টি-২০তে ৮টি ম্যাচ খেলেছেন হৃদয়। এতেই ৪৮.২৮ গড়ে ৩ ফিফটিতে ওয়ানডেতে রান করেছেন ৩৩৮। এছাড়া ২৬ গড় আর ১৩৫+ বেশি স্ট্রাইক রেটে টি-২০তে রান করেছেন ১৫৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *