বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে নোরার ঝলক দেখা যাবে আজ

বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে নোরার ঝলক দেখা যাবে আজ

বিনোদন

ডিসেম্বর ১৮, ২০২২ ৯:২৬ পূর্বাহ্ণ

কাতার বিশ্বকাপের ফাইনালে ম্যাচে আজ (১৮ ডিসেম্বর)  ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ৩৬ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্যে লুসাইল স্টেডিয়ামে রাত ৯টায় খেলতে নামবে আর্জেন্টিনা।

উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপ্তি অনুষ্ঠানও হবে। খেলা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে। এর দেড় ঘণ্টা আগে অর্থাৎ বিকাল সাড়ে ৪টার মধ্যে সবাইকে আসন গ্রহণ করতে হবে।

তবে সমাপ্তি অনুষ্ঠান ঠিক কখন থেকে শুরু হবে এবং কতক্ষণ চলবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেনি ফিফা। তবে কারা অংশগ্রহণ করবে, সেই তালিকা দিয়েছে ফিফা।

‘আ নাইট টু রিমেম্বার’ নামে একটি গানের সংকলন চলবে, যেখানে এই বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলো ভিডিওর সাহায্যে দেখানো হবে। মার্কিন গায়ক ডেভিডো ও আয়েশা বিশ্বকাপের থিম সং ‘হায়া হায়া’ গাইবেন। এরপর বিশ্বকাপের আর একটি গান ‘আর্বো’ গাইবেন ওজুনা ও গিমস।

এছাড়া বালকিস, রহমা রিয়াদ ও মানালের সঙ্গে মঞ্চে নাচবেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। ‘লাইট দ্য স্কাই’ গানের সঙ্গে নাচবেন তারা।

সূত্র: আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *