বিদেশ ভ্রমণে টাইগাররা, কে যাচ্ছেন কোন দেশে?

খেলা

মে ২৮, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ

শ্রীলংকার বিপক্ষে ঢাকা টেস্টে বাজে খেলে হেরেছে টাইগাররা।আগামী মাসে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর। তার আগে ক্রিকেটাররা ছুটি পেয়েছেন।  সুযোগ পেয়ে বিদেশ ভ্রমণে বেরিয়ে পড়েছেন ক্রিকেটাররা।

কে কোথায় যাচ্ছেন?

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, ছুটিটা উপভোগ করতে দুবাইয়ে চলে গেছেন তামিম ইকবাল। স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে শুক্রবার সকালের ফ্লাইটে দুবাই যান তিনি।

সাকিবের ছুটি মানেই আমেরিকা।  যেখানে স্ত্রী-সন্তানরা আছেন তার। তবে তার আগে সিঙ্গাপুরে গেছেন সাকিব। শুক্রবার রাত ১১টার ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছেন তিনি। সেখানে কাজ সেরে সোজা যুক্তরাষ্ট্রের পথে পাড়ি জমাবেন এ অলরাউন্ডার।

শুধু সাকিবই নয়; এবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন উইকেটকিপার নুরুল হাসান সোহানও।

ঢাকা টেস্টে দেড় লাখ জরিমানা গুণলেও পয়সা খরচে আপত্তি নেই স্পিনার তাইজুল ইসলামের।  ছুটিটা উপভোগ করতে থাইল্যান্ডকে বেছে নিয়েছেন তিনি।  ২৯ মে ব্যাংককের পথে উড়াল দেবেন টেস্ট দলের নিয়মিত সদস্য। পরদিন সোহান যাবেন যুক্তরাষ্ট্রে।

এদিকে জানা গেছে, সাকিবের সিঙ্গাপুর সফর অবশ্য ছুটিতে ভ্রমণের অংশ নয়; বিসিবির তত্ত্বাবধানেই পুরো শরীরের রেগুলার চেকআপ করতে সেখানে গেছেন তিনি।

এদিকে আগেই জানা, হজের উদ্দেশ্যে সৌদিআরব যাচ্ছেন মুশফিকুর রহিম।

অন্য ক্রিকেটাররাও ছুটির সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চলে গেছেন বাড়িতে।

ক্রিকেটারদের দেশছাড়ার হিড়িকে বাংলাদেশে বসে থেকে লাভ দেখছেন বিদেশি কোচিং স্টাফরা।

সুযোগটা কাজে লাগিয়ে হেড কোচ রাসেল ডোমিঙ্গো ও পেস-বোলিঙ কোচ অ্যালান ডোনাল্ড ফিরে যাচ্ছেন নিজেদের দেশ দক্ষিণ আফ্রিকায়।

প্রসঙ্গত, ছুটি কাটিয়ে দেশে ফিরেই ওয়েস্ট ইন্ডিজের পথ ধরবে টাইগাররা।  আগামী ৩, ৫ ও ৬ জুন তিন বহরে ওয়েস্ট ইন্ডিজে যাবে বাংলাদেশ জাতীয় দল। যেখানে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। প্রায় দেড় মাসের সফর শেষ হবে আগামী ১৬ জুলাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *