রেকর্ড গড়ে ফাইনালে ধোনির চেন্নাই

রেকর্ড গড়ে ফাইনালে ধোনির চেন্নাই

খেলা

মে ২৪, ২০২৩ ১০:২৬ পূর্বাহ্ণ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম কোয়ালিফাইয়ারে গুজরাট টাইটান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আইপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে রেকর্ড ১০তম বারের মতো ফাইনালে উঠলো চেন্নাই।

মঙ্গলবার এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গুজরাট ও চেন্নাই টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়। এতে গুজরাটকে ১৫ রানে হারায় চেন্নাই।

এ ম্যাচে টস হেরে আগে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ১৭২ রান করে চেন্নাই। দলের হয়ে ৪৪ বলে ৬০ রানে করেন ঋতুরাজ গায়কওয়াদ। ডেভন কনওয়ে করেন ৩৪ বলে ৪০ রান। টার্গেট তাড়া করতে নেমে গুজরাট ২০ ওভারে ১৫৭ রানে অলআউট হয়। দলের হয়ে ওপেনার শুভমান গিল সর্বোচ্চ ৪২ রান করেন। এছাড়া রশিদ খান করেন ৩০ রান করেন।

তবে ধোনির দলের কাছে হেরে গেলেও ফাইনালে ওঠার সুযোগ রয়েছে হার্দিক পান্ডিয়াদের। বুধবার (২৪ মে) এলিমিনেটর ম্যাচে মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স এবং লক্ষ্ণৌ সুপার জায়ান্ট। এ ম্যাচের জয়ী দলের সঙ্গে ২৬ মে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে হার্দিক পান্ডিয়ার গুজরাট। ঐ ম্যাচে জয় পেলে ফাইনালে পৌঁছে যাবে হার্দিক পান্ডিয়ার দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *