বাংলাদেশ-ভারত জেসিসি বৈঠক স্থগিত

জাতীয় স্লাইড

মে ২৮, ২০২২ ৩:৫৮ অপরাহ্ণ

দিল্লিতে অনুষ্ঠেয় ভারত-বাংলাদেশ যৌথ কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠকটি স্থগিত করা হয়েছে।

আসামের রাজধানী গোয়াহাটিতে শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের পার্শ্ববৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে তথ্য জানান।  ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে আমার দীর্ঘ আলোচনা হয়েছে। আমরা মনে করছি, আগামী সোমবারের সভা পেছানো দরকার।  জুন মাসের তৃতীয় অথবা শেষ সপ্তাহে এই সভা হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আরও সময় নিয়ে বৈঠকের প্রস্তুতি নিতে চায় দুই দেশ, তবে শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী আসামে নদীবিষয়ক একটি আন্তর্জাতিক কনক্লেভে যোগ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *