বিএনপির দাবি নিয়ে বিদেশিরা কোনো প্রস্তাব দেয়নি: ওবায়দুল কাদের

বিএনপির দাবি নিয়ে বিদেশিরা কোনো প্রস্তাব দেয়নি: ওবায়দুল কাদের

রাজনীতি স্লাইড

মে ১০, ২০২৩ ১:২৫ অপরাহ্ণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির যেসব দাবি তা নিয়ে বিদেশিরা একটি কথাও বলেনি। কোনো চাপ বা প্রস্তাব দেয়নি।

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ বিএনপির গণতান্ত্রিক অধিকার, সুযোগ নয়। আওয়ামী লীগ কেন তাদের অনুগ্রহ করবে, ডেকে আনবে? আওয়ামী লীগ তাদের কোনো ফাঁদে ফেলছে না। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও তত্ত্বাবধায়ক সরকার—এই তিন দাবি বিএনপির। বিএনপির এসব দাবি নিয়ে বিদেশিরা একটি কথাও বলেনি। কোনো চাপ বা প্রস্তাব দেয়নি।

বুধবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বৈদ্যুতিক গাড়িতে রূপান্তর সংক্রান্ত বৈঠক ও সক্ষমতা বৃদ্ধির এক কর্মশালা শেষে এসব কথা বলেন তিনি।

প্রশ্ন রেখে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে সংলাপ এবং নির্বাচনকালীন সরকারে ডাকা হয়নি। এখানে প্রলোভনের ফাঁদের প্রশ্ন আসে কেন?

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ থেকে মেয়র হয়েছিলেন, তার মা আওয়ামী লীগের সঙ্গে সরাসরি যুক্ত কিনা জানা নেই। আর নির্বাচনের অংশগ্রহণের বিষয়টি নির্বাচন কমিশনের।

দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণার কারণে গাজীপুর সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, জাহাঙ্গীরের বিষয়ে দলীয় কোনো সিদ্ধান্ত হয়নি। দলীয় কোনো আলোচনা ও সিদ্ধান্তের আগে আমি কিছু বলতে চাই না। সে আওয়ামী লীগ করতো। সে আওয়ামী লীগের নমিনেশনে মেয়র হয়েছেন কিন্তু তার মা প্রকাশ্যে কখনো আওয়ামী লীগ করতো বলে আমাদের জানা নেই। কাজেই তার মায়ের সঙ্গে তাকে প্রচারণায় মেলানো একটি ভিন্ন বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *