বাংলাদেশের গ্রুপে শক্তিশালী ভারত

বাংলাদেশের গ্রুপে শক্তিশালী ভারত

খেলা

জুলাই ২৩, ২০২৩ ১২:১৫ অপরাহ্ণ

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) দুটি টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ এর ড্র হলো শনিবার। অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের এ-গ্রুপে এবং অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের বি-গ্রুপে খেলবে বাংলাদেশ।

অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ ভারত ও নেপাল এবং অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত ও ভুটান।

দুই টুর্নামেন্টের দুই গ্রুপের দুটি করে শীর্ষ দল সেমিফাইনালে খেলবে। নিষিদ্ধ শ্রীলংকা এই দুটি টুর্নামেন্টে অংশ নিতে পারছে না। ছয়টি দেশ অংশ নিচ্ছে দুই টুর্নামেন্টে।

১-১০ সেপ্টেম্বর ভুটানের থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৬ এবং ২১-৩০ সেপ্টেম্বর কাঠমান্ডুতে অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।

সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সবশেষ ২০১৫ সালে বাংলাদেশে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ভারতকে টাইব্রেকারে ৪-২ গোলে হারায় স্বাগতিকরা। এর আগের দুটি আসরে ২০১১ সালে পাকিস্তান এবং ২০১৩ সালে ভারত চ্যাম্পিয়ন হয়।

অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট একবারই অনুষ্ঠিত হয়েছে। ২০১৫ সালে নেপালের কাঠমান্ডুতে ফাইনালে স্বাগতিকরা টাইব্রেকারে ৫-৪ গোলে ভারতকে হারিয়ে শিরোপা জেতে। সেমিফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় বাংলাদেশ।

সাফ অনূর্ধ্ব-১৬ 

এ-গ্রুপ : ভারত, নেপাল ও বাংলাদেশ
বি-গ্রুপ : ভুটান, মালদ্বীপ ও পাকিস্তান

সাফ অনূর্ধ্ব-১৯

এ-গ্রুপ : নেপাল, মালদ্বীপ ও পাকিস্তান
বি-গ্রুপ: ভারত, ভুটান ও বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *