বলিউড দাঁপিয়ে বেড়ানো অভিনেতাদের বয়স জানলে অবাক হবেন

বিনোদন স্পেশাল

আগস্ট ৯, ২০২২ ৯:৫১ পূর্বাহ্ণ

‘বিগ বি’ থেকে ‘খিলাড়ি’, খান থেকে কাপুর, বলিউডে অভিনেতারা বহু প্রজন্ম ধরে বড়পর্দায় অভিনয় করে দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। কোনো ছবি বক্স অফিসে সাড়া ফেলতে না পারলেও দর্শকদের মনে তাদের প্রতি শ্রদ্ধা-ভালোবাসা কোনো অংশেই কমেনি।

তবে এত বছর ধরে যাদের শুধু ক্যামেরার ওপারে কিশোর থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সের, বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখেছেন, তাদের আসল বয়স জানেন কি? বলিউডের অভিনেতাদের কথা হলে সবার আগে ‘বিগ বি’র কথাই উঠে আসে। ‘পদ্মশ্রী’, ‘পদ্ম ভূষণ’, ‘পদ্ম বিভূষণ’ প্রাপ্ত অমিতাভ বচ্চন ১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ ছবির মাধ্যমে বড়পর্দায় পা রাখেন। এখনও তিনি যখন ক্যামেরার সামনে আসেন, তখনও বর্তমান প্রজন্মের অভিনেতাদের টেক্কা দেন। অমিতাভ ১৯৪২ সালের ১১ অক্টোবর ইলাহাবাদে জন্মগ্রহণ করেন। এই বছর ৮০-তে পা দেবেন অভিনেতা।

তবে বলিপাড়ায় যে অমিতাভের বয়স সব থেকে বেশি, তা নয়। ছয় দশক ধরে ৩০১টি ছবিতে অভিনয় করা বলিউডের ‘হি ম্যান’ অমিতাভের থেকেও বয়সে বড়। ধরম সিংহ দেওল ওরফে ধর্মেন্দ্রর জন্ম ১৯৩৫ সালের ডিসেম্বরে পাঞ্জাবের লুধিয়ানা জেলায়। বর্তমানে তার বয়স ৮৬ বছর। বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান নয়াদিল্লিতে ১৯৬৫ সালের নভেম্বরে জন্মগ্রহণ করেন। হিন্দি ধারাবাহিকের মাধ্যমে কর্মজীবন শুরু করলেও ৫৬ বছর বয়সী এ অভিনেতা দর্শকদের মনের ঠিক কোথায় রয়েছেন, তা আর জানতে বাকি নেই। মান্নাত এর ছাদে দাঁড়িয়ে যখন তিনি ভক্তদের উদ্দেশে হাত নাড়ান, তখন অনুরাগীদের উচ্ছ্বাস ছাপিয়ে যায় ‘দ্য কিং খান’ এর চার্ম।

ইতোমধ্যেই ৮০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন শাহরুখ। এ ছাড়া ৩০ বছরের কর্মজীবনে ১০০টিরও বেশি ছবিতে অভিনয় করতে দেখা গেছে রাজীব হরি ওম ভাটিয়া ওরফে অক্ষয় কুমারকে। ৫৪ বছর বয়সেও তিনি আগের মতোই ফিট। ১৯৬৭ সালে সেপ্টেম্বর মাসে অমৃতসরের এক পাঞ্জাবি পরিবারে তার জন্ম। ‘সম্রাট পৃথ্বীরাজ’ এর পর সম্প্রতি প্রেক্ষাগৃহে ‘রক্ষা বন্ধন’ ছবিটি মুক্তি পেতে চলেছে বলিউডের ‘খিলাড়ি’র।

দক্ষিণী ছবির অনুকরণে মুক্তি পেতে চলেছে ‘বিক্রম বেধা’ ছবিটি। এ রিমেক ছবিতে অভিনয় করতে দেখা যাবে রোশন-পুত্র হৃতিককে। বলিউডের ‘গ্রিক গড’ ২০০০ সালে ‘কহো না পয়্যার হে’ ছবিতে প্রথম অভিনয় করেছিলেন। ৪৮ বছর বয়সী এ অভিনেতা যেমন অভিনয়ে দক্ষ ঠিক তেমনই নাচেও পারদর্শী। বলিউডের ‘গ্রিক গড’ ২০০০ সালে ‘কহো না পেয়্যার হে’ ছবিতে প্রথম অভিনয় করেছিলেন। ৪৮ বছর বয়সী এ অভিনেতা যেমন অভিনয়ে দক্ষ ঠিক তেমনই নাচেও পারদর্শী।

ত্রিশ বছর ধরে সেলিমপুত্র সালমান বলিউডে রাজত্ব করছেন। ১৯৬৫ সালের ডিসেম্বরে জন্ম নেন বলিউডের ‘ভাইজান’। তার বয়স এখন ৫৪।

সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আমির খান অভিনীত ‘লাল সিংহ চাড্ডা’। ‘ফরেস্ট গাম্প’ এর অনুকরণে এই ছবি বক্স অফিসে কেমন সাড়া ফেলে তারই অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। ১৯৬৫ সালের মার্চে মুম্বাইয়ে জন্ম বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর। তিন দশক ধরে তিনি যে ছবিগুলিতে অভিনয় করেছেন, তার অধিকাংশই হিট।

বলিউডে হিট সিনেমায় নাচের দৃশ্যে ক্ষণিকের জন্য অভিনয় করা শাহিদ কাপুর বর্তমানে মুখ্য চরিত্রে কাজ করে তার অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন। ১৯৮১ সালে ফেব্রুয়ারিতে নয়াদিল্লির জন্মগ্রহণ করেন শাহিদ। এই বছর ৪১ বছরে পা দিলেন এ অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *