ফাইনালে আজ মাঠে নামছে জামাল-আবাহনী

ফাইনালে আজ মাঠে নামছে জামাল-আবাহনী

খেলা

মে ১৩, ২০২৩ ১০:৩০ পূর্বাহ্ণ

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এর আজ শেষ দিন। কারণ এই টুর্নামেন্টের শিরোপার দৌড়ে ভালোভাবে এগিয়ে আছে দুটি দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং আবাহনী লিমিটেড। তাই এই দুই দলের মধ্যকার ম্যাচকে অলিখিত ফাইনাল হিসাবে ধরা হচ্ছে। পয়েন্ট টেবিলে তারা এগিয়ে। তাদের ধার কাছে কেউ নেই। আজকের ম্যাচে যে দলই জিতবে সেই চ্যাম্পিয়ন হবে।

আজ সকাল নয়টায় মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু  হওয়ার কথা। আসরে এখন পর্যন্ত সমান ১৫ টি করে ম্যাচ খেলে ২৬ পয়েন্ট অর্জন করেছে এই দুই দলই। ম্যাচ শুরুর আগের দিন অবশ্য আজ (শুক্রবার) শেরে-ই বাংলার মাঠে গণমাধ্যমে কথা বলেছেন দুই দলের অধিনায়কই।

শুরুতে আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন অনুপ্রেরণা খুঁজছেন গেল ডিপিএলের ম্যাচ থেকে। মোসাদ্দেক বলেন, ‘আমি যখন থেকে আবাহনীতে খেলছি, আমি এটা দেখে আসছি যে শেখ জামালের সঙ্গে আমাদের এমন হয়েছে যে, ওরা একটা জিতছে, আমরা একটা জিতছি। এটাকে আমি লাকি চার্ম হিসেবে দেখতে পারি যে যেহেতু আমরা গ্রুপ পর্বে প্রথম ম্যাচ হেরেছি। এটা আমাদের একটা অনুপ্রেরণা যে এর আগের বছর থেকে, ওদের সঙ্গে দ্বিতীয় ম্যাচটা আমরা বেশিরভাগ সময় জিতেছি। অবশ্য দল হিসেবে আমরা খুব ভালো খেলছি। আমার দলের প্রতি ওই বিশ্বাসটা আছে যে সবাই যে নিবেদন ও সমর্থনটা এতদিন দিয়ে আসছে, আশা করি সেটা দেবে।’

গতকাল গণমাধ্যমে কথা বলেছেন শেখ জামাল অধিনায়ক নুরুল হাসান সোহানও। তিনি বলেন, ‘আমরা যখন টুর্নামেন্ট শুরু করেছিলাম, আমরা চাচ্ছিলাম ম্যাচ বাই ম্যাচ যেতে। কিন্তু আমাদের মাথায় এটাই ছিল যে আমরা যদি দল হিসেবে খেলতে পারি এবং যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন; অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবো। ওটাই আসলে ফোকাস ছিল। আমার কাছে মনে হয় যে যারা আমরা একসঙ্গে খেলছি, অনেক কঠোর পরিশ্রম করেছি। ব্যক্তিগত চিন্তা না করে দলের চিন্তা করেছি। যেটা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *