খেলা দেখার জন্য চ্যানেল খুলতে চায় বিসিবি

খেলা দেখার জন্য চ্যানেল খুলতে চায় বিসিবি

খেলা স্লাইড

মে ১৩, ২০২৩ ১০:২৯ পূর্বাহ্ণ

চলতি আয়ারল্যান্ড সিরিজের খেলা হচ্ছে ইংল্যান্ডে। দেশের বাইরে খেলা হওয়ায় টিভি স্বত্ব নিয়ে ঝামলায় পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে বাধ্য হয়ে আইসিসির ওয়েবসাইটে সরাসরি ম্যাচ সম্প্রচারের উদ্যোগে নেয়ায় কিছুটা সমস্যা সমধান হয়। তবে আগামীতে দেশের বাইরে সিরিজ হলে যাতে এমন সমস্যায় না পড়ে বিসিবি, সেজন্য ভিন্ন কিছু করতে যায় দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। যা নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

শুক্রবার (১২ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ ও আয়ার‍ল্যান্ড। ম্যাচ শুরুর আগেই শুরু হয়ে যায় বৃষ্টি। তাতে ৫০ ওভার থেকে কমিয়ে ৪৫ ওভার করা হয়। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৯ রান করে আইরিশরা। জবাবে ৪৪.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।

এই বিষয় কথা বলেছেন পাপন। তিনি বলেন , ‘একবার-দুবার হয়েছে (ম্যাচ সম্প্রচার নিয়ে টিভি চ্যানেলের অনাগ্রহ), আমরা তো আর তৃতীয়বার অপেক্ষা করতে পারব না। আমরা যে চাই তা না। ওরা যদি আগ্রহ না দেখায়, কোনো উপায় না থাকলে বিসিবি থেকেই চ্যানেল চালু করব। যেখানে আমাদের যত খেলা থাকবে, সবগুলোই খেলা দেখানো হবে। আন্তর্জাতিক ম্যাচ থেকে ঘরোয়া লিগ–সব।’

এরপর দেশের বাইরের সিরিজের সম্প্রচার বিষয়ে পুরনো কথা স্মরণ করিয়ে দেন পাপন, ‘সম্প্রচারের বিষয়টা পুরোপুরি নির্ভর করে হোস্ট (আয়োজক) বোর্ডের ওপর। আমরাও চাই বাংলাদেশের সমর্থকরা খেলা দেখুক। তারাই এটার চূড়ান্ত করে। আমাদের তেমন কিছু করার থাকে না। টিভি স্বত্ব তো কিনতে হবে বাংলাদেশের কোনো চ্যানেলকে। যদি তারা না কেনে এবং ওরা যদি ফ্রি না দেখাতে দেয়, তাহলে তো কিছু করার থাকে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *