পাকিস্তানের কাশ্মীর প্রিমিয়ার লিগে কোহলি!

খেলা

মে ১৯, ২০২২ ১০:০৯ পূর্বাহ্ণ

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগ। কাশ্মীর প্রিমিয়ার লিগ (কেপিএল) নামে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে খেলার জন্য আমন্ত্রণ পেতে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। সম্প্রতি সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ।

কেপিএলের ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনসের দায়িত্ব পালন করছেন রশিদ। পাকিস্তানের সংবাদ মাধ্যম জানাচ্ছে, তিনিই কোহলিকে ডাকতে এই প্রতিযোগিতার সভাপতি আরিফ মালিককে প্রস্তাব দিয়েছেন।

পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে রশিদ জানিয়েছেন, ‘কোহলিকে আমন্ত্রণ জানানো উচিত আমাদের। সে আসবে কি না সেটা সম্পূর্ণ ওর নিজের সিদ্ধান্ত। আমি তো বিসিসিআইকেও এই টুর্নামেন্টে আমন্ত্রণ জানানোরও প্রস্তাব দিয়েছি। এখানেই শেষ নয়, পাকিস্তান সুপার লিগের কর্তাদেরও আমন্ত্রণ জানানো হবে এখানে।’

ভারত আর পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক বর্তমানে রাজনৈতিক কারণে স্থবির হয়ে আছে। দু’দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক যাতে আবারও ভালো হয় সে কারণেই এই প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেছেন তিনি।

রশিদ বলেন, ‘সম্প্রতি পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান প্রার্থনা করেছে যেন কোহলি শিগগিরই রানে ফিরতে পারে। আমরা একটাই বার্তা দিতে চাই, খেলা সব কিছুর ঊর্ধ্বে। তাই কোহলিকে চিঠি লেখার পরিকল্পনা করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘খেলোয়াড় নয়, প্রধান অতিথি হিসাবেও শুধু খেলা দেখতে হলেও কোহলি আসতে পারে। আমরা চাইছি দু’দেশের মানুষকে এক জায়গায় এনে সম্প্রীতির বার্তা দিতে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *