ইংল্যান্ডের সাদা বলের কোচ হলেন ম্যাথু মট

খেলা স্লাইড

মে ১৯, ২০২২ ১০:১১ পূর্বাহ্ণ

ইংল্যান্ডের পুরুষ ক্রিকেটের সাদা বলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ম্যাথু মট। অস্ট্রেলিয়ান নারী দলের প্রধান কোচ হিসেবে সাত বছর দায়িত্ব পালন করা ৪৮ বছর বয়সি মট নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের শিরোপা এনে দিয়ে বিশ্বব্যাপী তাদের স্ট্যাটাস বাড়িয়ে দিয়েছেন।

মটের তত্বাবধানেই পরপর টি-২০ বিশ্বকাপের শিরোপা জয়ের পাশাপাশি চারবার অ্যাশেজ সিরিজ জয় করেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। শুধু তাই নয় সম্প্রতি একটানা ২৬টি ওয়ানডে ম্যাচ জয়ের মাধ্যমে বিরল এক রেকর্ডও গড়েছে তারা। যেটি পুরুষ বা নারী উভয় বিভাগেই বিরল এক দৃষ্টান্ত।

মটের  যোগ্যতা প্রভাবিত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) বিদায়ী সিইও টম হ্যারিসন, ব্যবস্থাপনা পরিচালক রব কী, উপদেষ্টা এন্ড্রু স্ট্রস ও পারফর্মেন্স পরিচালক মো বোবাটকে নিয়ে গঠিত নির্বাচক প্যানেলকে। তারা সর্বসম্মতভাবে মটকে উপযুক্ত প্রার্থী হিসেবে সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী মাসে হল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। এর আগে নতুন কোচ মট দায়িত্ব গ্রহন করবেন বলে আশা করা হচ্ছে। চার বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। একই সময়ের জন্য ইংল্যান্ড লাল বলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য আজ স্কোয়াড ঘোষণা করেছেন তিনি। আগামী ২ জুন লর্ডসে শুরু হবে ম্যাচটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *