পাঁচ বলে পাঁচ রান ও হ্যাটট্রিক

খেলা

জুলাই ২২, ২০২২ ১০:০৯ পূর্বাহ্ণ

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন নিউজিল্যান্ডের বোলার মাইকেল ব্রেসওয়েল। কিউই তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেন তিনি। আয়ারল্যান্ডকে একশ রানও করতে দেয়নি নিউজিল্যান্ড।

২০০৯ সালে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টিতে জ্যাকব ওরাম হ্যাটট্রিক করেছিলেন। পরের বছর টিম সাউদি পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন খুদে ফরম্যাটে। ১২ বছর পর ব্রেসওয়েল আয়ারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করলেন। আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে এক ওভারের কম বোলিং করার পরও তিন কিংবা তার বেশি উইকেট নেওয়া প্রথম বোলার ব্রেসওয়েল। পাঁচ বলে পাঁচ রান দিয়ে তিন উইকেট নেন তিনি।

টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় আয়ারল্যান্ড। চার উইকেট হারিয়ে ১৭৯ রান করে কিউইরা। উইকেটকিপার ডেন ক্লিভার ৫৫ বলে অপরাজিত ৭৮ রান করেন। ফিন অ্যালেন ২০ বলে ৩৫ এবং ১৬ বলে ২৩ রান করেন গ্লেন ফিলিপস। আয়ারল্যান্ডের ক্রেগ ইয়াং এবং জোস লিটল দুটি করে উইকেট নেন।

টার্গেট তাড়ায় ১৩.৫ ওভারে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। মার্ক অ্যাডয়ার ২৭ এবং পল স্টার্লিং ২১ রান করেন। নিউজিল্যান্ডের ব্রেসওয়েলের তিন উইকেট ছাড়াও ইশ সোধিও নিয়েছেন তিন উইকেট। ৮৮ রানে জিতে এক ম্যাচ বাকি থাকতে ২-০তে টি-টোয়েন্টি সিরিজ জেতে কিউইরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *