পঞ্চমবারের মতো মধ্যপ্রাচ্যে যাচ্ছেন ব্লিঙ্কেন

পঞ্চমবারের মতো মধ্যপ্রাচ্যে যাচ্ছেন ব্লিঙ্কেন

আন্তর্জাতিক

ফেব্রুয়ারি ৭, ২০২৪ ১১:৫৩ পূর্বাহ্ণ

গত বছরের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করেছে ইসরাইল, যা এখনো থামেনি। হামাস ইসরাইলের এ সংঘাতের পর এবার পঞ্চমবারের মতো অঞ্চলটিতে সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। খবর বিবিসির

এদিকে গাজা উপত্যকায় ইসরাইলি হামলা অব্যাহত আছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস-শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সবশেষ ২৪ ঘণ্টায় ইসরাইলের বিমান হামলায় অন্তত ১২৭ জন নিহত হয়েছেন।

হামাস সরকারের গণমাধ্যম শাখা বলেছে, দক্ষিণ সীমান্তবর্তী শহর রাফাতে একটি কিন্ডারগার্টেনে হামলা হয়েছে। সেখানে বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নিয়েছিল।

জাতিসংঘের হিসাব অনুসারে, গাজার মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি রাফায় বসবাস করে।

ইসরাইল বলেছে, হামাসকে নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে তাদের স্থলবাহিনী রাফার দিকে অগ্রসর হতে পারে।

ইসরাইলের সেনাবাহিনী বলেছে, তারা খান ইউনিস শহরে হামাসের একটি প্রশিক্ষণকেন্দ্রে অভিযান চালিয়েছে। তাদের দাবি, ইসরাইলে ৭ অক্টোবরের হামলা চালানোর জন্য সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তার দেশের সেনাবাহিনী হামাসের ২৪ ব্যাটালিয়নের মধ্যে ১৭টিকে ধ্বংস করে দিয়েছে। বাকি ব্যাটালিয়নগুলো গাজার দক্ষিণাঞ্চল ও রাফায় রয়েছে। তাদেরও মোকাবিলা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *