নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে কাজ করছে এনবিআর

নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে কাজ করছে এনবিআর

অর্থনীতি স্লাইড

জানুয়ারি ২৬, ২০২৪ ১০:৪৭ পূর্বাহ্ণ

আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে আমদানি শুল্ক কমানোর ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও রাজস্ব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৪ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এনবিআর চেয়ারম্যান বলেন, রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে কিছু পণ্যের শুল্ক কমানোর প্রস্তাব আমরা পেয়েছি। সেটা নিয়ে কাজ করছি। আশা করছি শুল্ক কমানো হলে ভোক্তা পর্যায়ে দাম কমবে।

তিনি বলেন, রমজান মাস সামনে রেখে ভোজ্যতেল, চিনি ও খেজুরের ওপর শুল্ক-কর কিছুটা কমাতে বাণিজ্য মন্ত্রণালয় গত সোমবার এনবিআর কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংস্থা শুল্ক কমানোর জন্য কাজ করছে।

চট্টগ্রাম কাস্টমস হাউজকে ঢেলে সাজানোর বিষয়ে আবু হেনা বলেন, পণ্য খালাস থেকে শুরু করে পুরো প্রক্রিয়া ডেভেলপ করা আছে। এছাড়া কাস্টমস হাউজের সক্ষমতা বাড়ানোর জন্য অবকাঠামো উন্নয়নে আমরা কাজ করছি। সেই সঙ্গে জনবল বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি কাস্টমসের মূল লক্ষ্য জানিয়ে তিনি বলেন, নাগরিক জীবনের নিরাপত্তা বিধান ও আন্তর্জাতিক রুটে যাত্রী চলাচল সুগম করার ক্ষেত্রে কাস্টমস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আগামীকাল শুক্রবার আন্তর্জাতিক কাস্টমস দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘মিলে নবীন পুরানো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন’। দিবসটি উপলক্ষে শুক্রবার এনবিআর ভবনে সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে বাণিজ্যে বিশেষ অবদান রাখা প্রতিষ্ঠান ও এনবিআর কর্মকর্তাকে ‘ডব্লিউ সার্টিফিকেট অব মেরিট-২০২৪’ দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *