নালিতাবাড়ীতে ৪৭৫ বোতল ফেনসিডিলসহ আটক ৩

নালিতাবাড়ীতে ৪৭৫ বোতল ফেনসিডিলসহ আটক ৩

দেশজুড়ে

মার্চ ২৫, ২০২৩ ৪:৩২ অপরাহ্ণ

মাহফুজুর রহমান সোহাগ, নালিতাবাড়ী (শেরপুর)

শেরপুরের নালিতাবাড়ীতে শুক্রবার (২৪ মার্চ) ভোরে ৪৭৫ বোতল ফেনসিডিল ও একটি পিকাপভানসহ তিন মাদক কারবারিকে আটক করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

আটককৃতরা হলো- শেরপুর সদর উপজেলার সাতপাকিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আসাদুজ্জামান দুর্জয় (২৩) ঘাসপত্তা গ্রামের সেলিম মিয়ার ছেলে সবুজ মিয়া (১৯) ও গাড়ী চালক গলাচিপা পটুয়াখালীর হাবিবুর রহমানের ছেলে হারুন (৩২)।

পুলিশ জানা গেছে, শুক্রবার ভোর রাতে হালুয়াঘাট উপজেলা থেকে ঢাকার উদ্দে্যশে একটি পিকআপ ভ্যানে করে ভারতীয় নিষিদ্ধ ঔষধ ফেনসিডিল বোতল পাচার হচ্ছে বলে পুলিশ জানতে পারে। এসময় নালিতাবাড়ী থানার এসআই সাঈদুর রহমানের নেতৃত্বে পৌরসভার আড়াইআনী বাজারে একটি চেকপোস্ট বসিয়ে পিকাপভ্যানটিকে আটক করে। এসময় ওই পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৪৭৫ বোতল ভারতীয় নিষিদ্ধ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

নালিতাবাড়ীর থানার পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ জানায়, পুলিশের বিশেষ অভিযান চলছে গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই মাদক উদ্ধার করি। এ সময় ৪৭৫ বোতল ফেনসিডিল ও পিকআপ চালকসহ ২ মাদক কারবারিকে আটক করেছি, বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *