নাইজেরিয়ায় ৫০ জনকে অপহরণ

নাইজেরিয়ায় ৫০ জনকে অপহরণ

আন্তর্জাতিক

মার্চ ৭, ২০২৪ ৮:৫২ পূর্বাহ্ণ

সন্দেহভাজন ইসলামপন্থী বিদ্রোহীরা চলতি সপ্তাহে উত্তর-পূর্ব নাইজেরিয়ায় ৫০ জনকে অপহরণ করেছে। এদের বেশিরভাগই নারী। স্থানীয় কর্মকর্তা এবং একজন বাসিন্দা বুধবার এ তথ্য জানিয়েছেন।

বোকো হারাম এবং ইসলামিক ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স এর যোদ্ধারা প্রধানত উত্তর-পূর্বের বোর্নো রাজ্যে অভিযান চালিয়েছে। তারা নিরাপত্তা বাহিনী এবং বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তাদের এই হামলাঅয় কয়েক হাজার মানুষ নিহত ও বাস্তুচ্যুত হয়েছে।

সোমবার সর্বশেষ ঘটনাটি ঘটেছে প্রত্যন্ত গাম্বোরু এলাকায়। এটি চাদ ও ক্যামেরুনের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।

বেসামরিক যৌথ টাস্ক ফোর্সের একজন কর্মকর্তা জানিয়েছেন, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের একটি শিবির থেকে অন্তত ৫০ জনের একটি দল চাদ হ্রদের তীরে কাঠ সংগ্রহ করতে গিয়েছিল। সেখানে ইসলামিক ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স এর বন্দুকধারীদের অতর্কিত হামলা চালায়। তারা কাঠ সংগ্রহকারীদের অপহরণ করে। পরে অপহৃত তিনজন নারী পালিয়ে আসতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *