দু-এক দিনে জেঁকে বসতে পারে শীত

জাতীয়

ডিসেম্বর ৮, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ

আকাশ ছেয়ে আছে ধূসর মেঘে। রোদ নেই। ঝিরঝিরে বৃষ্টিও হচ্ছে। যেন বর্ষাকাল। ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’ প্রভাবে গতকাল বৃহস্পতিবারের চিত্র ছিল অনেকটা এমনই। তবে ঘূর্ণিঝড়টি গতকাল সন্ধ্যায় শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়ে। আজ শুক্রবার ভোর থেকে বৃষ্টি না-ও থাকতে পারে। যদিও বৃষ্টি কমার পর থেকে তাপমাত্রা কমতে থাকবে। দু-এক দিনের মধ্যে জেঁকে বসতে পারে শীত।

এমন বৃষ্টিভেজা মেঘমেদুর পরিবেশ তৈরি করা ঘূর্ণিঝড়ের মিগজাউম নামটি মিয়ানমারের দেওয়া। এটি একটি বার্মিজ শব্দ।

গতকাল সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর জানায়, মিগজাউম ঘূর্ণিঝড় থেকে লঘুচাপে রূপ নিয়ে দুর্বল হয়ে পড়েছে। তখন এটি ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন ওডিশা এলাকায় অবস্থান করছিল। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আশা করছি, রাতের মধ্যে বৃষ্টির পরিমাণ একেবারেই কমে যাবে। ভোর থেকে বৃষ্টি না-ও থাকতে পারে, থাকলেও খুবই সামান্য। তবে আকাশ মেঘলা থাকবে। এই মেঘ দু-এক দিনের মধ্যে সরে যাবে। মেঘ কেটে যাওয়ার পর শীত বেড়ে যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *