আজ থেকে মাঠে থাকছেন ৬৫৩ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

আজ থেকে মাঠে থাকছেন ৬৫৩ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

জাতীয় স্লাইড

জানুয়ারি ৫, ২০২৪ ৮:৫৬ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ (শুক্রবার) থেকেই মাঠে থাকছেন ৬৫৩ জন ম্যাজিস্ট্রেট। ভোটগ্রহণের আগের দুইদিন, ভোটের দিন ও ভোটগ্রহণের পরের দুইদিন সারাদেশে নির্বাচন সংক্রান্ত সব ধরনের অপরাধ দমনে কাজ করবেন তারা।

নির্বাচন কমিশন (ইসি) জানায়, সারাদেশের নির্বাচনী এলাকাগুলোতে ৬৫৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মোট ৫ দিনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনের সময় কোনো অপরাধ বিচারের জন্য আমলে নেয়া হলে ম্যাজিস্ট্রেটরা সেই সংক্রান্ত প্রতিবেদন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উপ-সচিব (আইন) বরাবর দাখিল করবেন।

ইসি আরো জানায়, ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালনের সময় একজন বেঞ্চ সহকারী, স্টেনোগ্রাফার/অফিস সহকারীকে সহকারী হিসেবে সঙ্গে নিতে পারবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নিজ নিজ অফিস প্রধানকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সব ধরনের প্রচার-প্রচারণা সীমাবদ্ধ ছিল। ৭ জানুয়ারি ভোটগ্রহণের পূর্ব পর্যন্ত প্রার্থীরা আর কোনো প্রচারণা চালাতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *