থাইল্যান্ড, সৌদি ও গাম্বিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

থাইল্যান্ড, সৌদি ও গাম্বিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয় স্লাইড

এপ্রিল ১৬, ২০২৪ ১১:৪৬ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ড, সৌদি আরব ও গাম্বিয়া সফরে যাবেন। আগামী ২৪ এপ্রিল প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর শুরুর কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, থাইল্যান্ড থেকে সৌদি আরব ও গাম্বিয়া সফর শেষে ৭ মে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

জানা গেছে, ভারতের জাতীয় নির্বাচনের পরপরই আগামী জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটিতে সফরে যেতে পারেন। এরপর জুলাইয়ে চীন সফর করতে পারেন তিনি।

আরো জানা গেছে, প্রধানমন্ত্রী ইউএনএসকাপ কমিশনের সভা ও দ্বিপক্ষীয় সফর উপলক্ষে ২৭ এপ্রিল পর্যন্ত ব্যাঙ্কক সফর করবেন। এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি, কৃষি, বিজ্ঞান, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে ১০ থেকে ১২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।

পরে ব্যাঙ্কক থেকে প্রধানমন্ত্রী পাঁচ দিনের সফরে ২৮ এপ্রিল সৌদি আরবের রাজধানী রিয়াদে যাবেন। সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ বৈঠকে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী এরপর তিন দিনের সফরে গাম্বিয়া যাবেন। সেখানে তিনি ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *