ঢাবিতে ছাত্রদলের ওপর হামলা, এক নেত্রীসহ আহত ৬

দেশজুড়ে

এপ্রিল ১০, ২০২৩ ১০:৪২ অপরাহ্ণ

ঢাবি প্রতিনিধি,

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের এক নেত্রীসহ সংগঠনটির ঢাবি শাখার ৬ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেলের বহির্বিভাগের সামনে এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন- ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রী বিষয়ক সম্পাদক মানসুরা হোসাইন ,ঢাবির সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল শাখা ছাত্রদলের রাজু আহমেদ, জহুরুল হক হলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, বঙ্গবন্ধু হলের সহ-সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, এসএম হলের কর্মী কাফি ও জিয়া হলের কর্মী মাহমুদ।

সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সভাপতি নাছির উদ্দিন শাওন জানান, ইফতারের পর তারা ঢাকা মেডিকেলের দিকে যাচ্ছিল। এমন সময় ছাত্রলীগের ছেলেরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে। আমার হলের ছাত্রদলের সাধারণ সম্পাদকের উপরও হামলা করা হয়েছে।ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মদ্যে রাজু গুরুতর আহত ও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এবং মেহেদীর মাথায় ১০টি সেলাই লেগেছে এবং তার হাত ভেঙে দেওয়া হয়েছে।

মানসুরা ফেসবুকের এক পোস্ট লেখেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক ইমাম হাসান কিছুক্ষণ আগে ইফতারের পর বহির্বিভাগে এসে আমাদের আক্রমণ করেছে। আমার গায়ে হাত তোলার সময় অশ্রাব্য গালিগালাজ করেছে। কান দিয়ে কিছু শুনতে পারছিনা আমি। ছোটভাই মেহেদীসহ অনেকে আহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *