ডুমুরিয়ায় শ্রমিক লীগ নেতা শওকত রক্তাক্ত জখম

ডুমুরিয়ায় শ্রমিক লীগ নেতা শওকত রক্তাক্ত জখম

দেশজুড়ে

জুলাই ৯, ২০২৩ ৩:৫৩ অপরাহ্ণ

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় শ্রমিক লীগ নেতা শেখ শওকত হোসেন (৫৫) রক্তাক্ত জখম ও হামলার শিকার হয়েছেন। গতকাল শনিবার দুপুরের দিকে একটি শালিসী বৈঠক শেষে বাড়ি ফেরার পথে উপজেলার নতুনরাস্তা-মোড়ে এ ঘটনা ঘটে। তিনি আশংকাজনক অবস্থায় খুলনা মডিকল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

ডুমুরিয়া হাসপাতাল ও আহতের স্বজনদের সুত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া এলাকার বাসিন্দা ও উপজেলা শ্রমিক লীগ নেতা শেখ শওকত হোসেন রক্তাক্ত জখম হয়েছেন। তিনি গতকাল বেলা ১১টার দিকে খর্ণিয়া ইউনিয়নের গোনালি গ্রামে জমিজমা সংক্রান্ত একটি শালিসী-বৈঠকে যান। শালিসীর দুটি পক্ষ হলেন গ্রামের আজিজুর রহমান বনাম আব্দুল হালিম খান। বসাবসি শেষে উপস্থিতি সকলের সমন্নয়ে জমি মাপামাপির কাজ শুরু হয়। এরই মধ্যে আজিজুর রহমানের জামাতা এইচ এম সোহাগ খানের সঙ্গে শওকত হোসেনের দফায় দফায় তর্ক-বিতর্ক ও অকথ্য ভাষায় গালি-গালাজ চলতে থাকে। এরপর দুপুর সাড়ে ৩টার দিকে শওকত হোসেন মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে নতুন রাস্তা মোড়ে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা সোহাগ খানসহ তার সহযোগীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে তার ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে। এতে শেখ শওকত হোসেন গুরুতর জখম হয়ে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর বাজারের লোকজন তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ বিষয়ে ডুমুরিয়া হাসপাতালের ডিউটিরত ডাঃ মমিতা দত্ত জানান, রোগীর মাথায় হাতুড়ি ও রডের আঘাতে তার অবস্থা ভালো নয়। মাথার সামনে ও পেছনে অনেক ক্ষতি হয়েছে এবং সেখান অনেক সেলাই দেয়া হয়েছে। এরপর তার সিটিস্ক্যান করা অতি জরুরি। তাই তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *