ডিএসসিসির অভিযানে চালের পাইকারী আড়তদার ও খুচরা দোকানির বিরুদ্ধে ৫ মামলা

দেশজুড়ে

জুন ২, ২০২২ ৭:০০ অপরাহ্ণ

আবুল মনসুর আহমেদ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর আওতাভূক্ত এলাকার বাজারে চালের মূল্য স্থিতিশীল ও নিয়ন্ত্রণের লক্ষ্যে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চালের পাইকারী আড়তদার, খুচরা দোকানি ও খাবার হোটেলের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়েছে।

আজ ২ জুন (বৃহস্পতিবার) দুপুরে নগরীর বাবু বাজারস্থ চালের পাইকারি আড়তে এবং নবাব ইউসুফ আলী মার্কেটের খুচরা চালের দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।

দক্ষিণ সিটি করপোরেশনের বাজার মূল্য নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. শহিদ উল্লাহ মিনুর নেতৃত্বে এবং অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. হায়দর আলীর সহযোগিতায় করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান এই অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে বাদামতলীর ১টি চালের আড়ত, নবাব ইউসুফ মার্কেটের ৩টি খুচরা চালের দোকান এবং সংলগ্ন ১টি হোটেল তৎক্ষনাৎ বাণিজ্য অনুমতির হালনাগাদ (ট্রেড লাইসেন্স) কাগজপত্র দেখাতে না পারায় মোট ৫টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ৯২(৭) ও ৯২(৩) ধারায় উক্ত জরিমানা আদায় করা হয়।

অভিযান প্রসঙ্গে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান বলেন, চালের মূল্য বৃদ্ধিতে কারসাজি রোধে আজ চালের পাইকারী আড়তের পাশাপাশি খুচরা চালের দোকানেও অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে চালের মূল্য বৃদ্ধিতে সেখানকার আড়তদার ও খুচরা দোকানিদের কারসাজি প্রতীয়মান হয়নি। তবে বাণিজ্য অনুমতি ছাড়া দোকান পরিচালনা, হালনাগাদ বাণিজ্য অনুমতি ব্যতিরেকে আড়ত ও দোকান পরিচালনা করা এবং রাস্তা দখল করে খাবার হোটেল পরিচালনা করায় ৫টি মামলায় মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় স্থায়ী কমিটির অন্যান্য সদস্যসহ স্থানীয় ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আ. মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *