‘টি-টোয়েন্টি ক্রিকেটে সাকলায়েনের দক্ষতা নেই’

‘টি-টোয়েন্টি ক্রিকেটে সাকলায়েনের দক্ষতা নেই’

খেলা

অক্টোবর ৫, ২০২২ ৭:৫৪ পূর্বাহ্ণ

১৭ বছর পর ইংল্যান্ড দলকে ঘরের মাঠে পেয়ে দুর্দান্ত শুরু করেছিল পাকিস্তান। হাড্ডাহাড্ডি লড়াইয়ে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ৬টিতে ৩-৩ সমতায় ছিল। কিন্তু গত রোববার শেষ ম্যাচে হেরে সিরিজই হাতছাড়া হয়ে গেল বাবর আজমদের।

যে কারণে পাকিস্তান দল, কোচ সাকলায়েন মুস্তাক ও দলের প্রধান নির্বাচকের উপর প্রচণ্ড ক্ষোভ ঝাড়লেন দেশটির সাবেক গতিতারকা শোয়েব আখতার।

তিনি বললেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে সাকলায়েনের দক্ষতা নেই।’

শেষ ম্যাচে ভরাডুবির পর নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে বিস্ফোরক সব মন্তব্য করেছেন  ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।

শোয়েব আখতারের মতে, এমন খেললে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বাদ পড়তে পারে পাকিস্তান।

কোচের সমালোচনায় এ স্পিডস্টার বলেছেন, ‘সাকলায়েন শেষ ক্রিকেট খেলেছিল ২০০২ সালে। আমি এটা বলতে চাই না, কারণ সে আমার বন্ধু। কিন্তু আমি মনে করি না টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে তার কোনো ধারণা আছে। আমার মনে হয় না এখানে তার দক্ষতা আছে।’

বাবরের দলের পারফরম্যান্স নিয়ে শোয়েব বলেন, ‘পাকিস্তানের মিডল-অর্ডারের অবস্থা ভালো নয়। ওপেনাররা পারফর্ম করতে না পারলে মিডল-অর্ডার চাপে পড়ছে। এভাবে তো বিশ্বকাপে খেলা যায় না, যদি আপনি সেটা জিততে চান। এটা খুব দুঃখজনক।’

এই ইস্যুতে পিসিবির প্রধান নির্বাচককে ধুয়ে দিলেন শোয়েব আখতার।

এ সাবেক তারকা পেসার বলেন, ‘সমস্যা ছিল মিডলঅর্ডার নিয়ে কিন্তু নির্বাচকরা সেই জায়গায় নজর দেয়নি। সেখানে কোনো পরিবর্তন আনেননি। যখন প্রধান নির্বাচক গড়পড়তার হয়, তখন তো সিদ্ধান্তও এমন গড়পড়তার হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *