টঙ্গীর তুরাগতীরে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত

টঙ্গীর তুরাগতীরে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত

দেশজুড়ে স্লাইড

জানুয়ারি ২০, ২০২৩ ২:৩৮ অপরাহ্ণ

গাজীপুরের টঙ্গীর তুরাগের তীরে হাজারো মুসল্লির অংশগ্রহণে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে এ নামাজ শুরু হয়।

ইজতেমা ময়দান সূত্রে জানা গেছে, এই জামাতে মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী এতে ইমামতি করেন।

এদিকে দেশের বৃহত্তম এ জুমার জামাতে অংশ নিতে রাত থেকেই মুসল্লিরা ভিড় করেন ইজতেমা ময়দানে। নামাজ শুরু আগেই ইজতেমার আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

নামাজ শুরুর আগে কথা হয় মোহাম্মদপুর থেকে নামাজ পড়তে আসা ওয়াহাব হোসেন সঙ্গে। তিনি বলেন, প্রথম পর্বের জুমার নামাজে শামিল হতে পারিনি। তাই আজ চলে এলাম। ভালোই লাগছে, কারণ গতবারের চেয়ে ভিড় কম।

মিরপুর থেকে নামাজ পড়তে আসা ওসমান খান বলেন, সবার সঙ্গে জুমার নামাজটা ইজতেমায় আদায়ের জন্য এসেছি। খুবই ভালো লাগছে।

এদিকে ছোট আদরের সন্তানকে নিয়ে কচুক্ষেত থেকে নামাজ পড়তে এসেছেন কামরুল ইসলাম। তিনি বলেন, একমাত্র ছেলেকে নিয়ে আজ এ বিশাল ময়দানে লাখ লাখ মানুষের সঙ্গে নামাজ আদায় করতে ভালোই লেগেছে। আশা করি আল্লাহপাক নামাজ কবুল করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *