জাবি ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

শিক্ষা

জুন ৯, ২০২৩ ৪:৩৩ অপরাহ্ণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশিত হয়েছে।
১৮ জুন (রবিবার) থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ২২ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। আর ২৩ জুন থেকে ২৫ জুন পর্যন্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা।

ভর্তি পরীক্ষা কমিটির সচিব এবং ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো: আবু হাসান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৮ জুন ৬ শিফটে আইবিএ-জেইউ, কলা ও মানবিকী অনুষদ, বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট; ১৯ জুন ৬ শিফটে সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ ও বিজনেজ স্টাডিজ অনুষদ, ২০ জুন ৬ শিফটে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ও আই আই টি; ২১ ও ২২ জুন মোট ৮ শিফটে জীববিজ্ঞান অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৩-২৫ জুন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও ২৫ জুন চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিদিন প্রথম শিফটের পরিক্ষা ৯ টা থেকে ১০ টা, দ্বিতীয় শিফটের পরীক্ষা ১০:২৫ টা থেকে ১১:২৫ টা, তৃতীয় শিফটের পরীক্ষা ১১:৫০ টা থেকে ১২:৫০ টা, চতুর্থ শিফটের পরীক্ষা ১:৫০টা থেকে ২:৫০ টা, পঞ্চম শিফটের পরীক্ষা ৩:১৫ টা থেকে ৪:১৫ টা এবং ষষ্ঠ শিফটের পরীক্ষা বিকাল ৪:৪০ টা থেকে ৫:৪০ টা পর্যন্ত অনুষ্ঠীত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *