জাবির নবনির্মিত আরও দুই হলের চাবি হস্তান্তর

দেশজুড়ে

মার্চ ৩১, ২০২৩ ২:১২ অপরাহ্ণ

জবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের অধীনে নব নির্মিত ছয়টি  হলে মধ্যে আরও  দু’টি হলের চাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ১৭ নম্বর ছাত্রী এবং ২০ নম্বর ছাত্র হলের চাবি হস্তান্তর করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলমের সভাপতিত্বে  রেজিস্ট্রার রহিমা কানিজ (চুক্তিভিত্তিক) ও বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী  নাসির উদ্দিন নবনির্মিত ১৭ নম্বর ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক নিগার সুলতানার কাছে এবং ২০ নম্বর ছাত্র হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীরের কাছে চাবি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার।

উপাচার্য অধ্যাপক নূরল আলম বলেন, এ দুইটি হলে স্বল্প সময়ের মধ্যে শিক্ষার্থী উঠানো সম্ভব হবে বলে আশা করছি। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট আরও কমে আসবে। এছাড়া, হল সংশ্লিষ্ট সকলকে হলের রক্ষণাবেক্ষণে যত্নবান হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *