জন্মদিনের দিন শচীনের রেকর্ড ভাঙবেন ভিরাট: গাভাস্কার

খেলা

অক্টোবর ২৬, ২০২৩ ১:৩৩ অপরাহ্ণ

পরবর্তী শচীন কে হবেন..? এমন প্রশ্ন করলে যে কেউ বলবে ভিরাটের নাম।এক দশক আগে অনেকেই বলেছিলেন ভিরাট পরের শচীন হবেন।গাভাস্কার মন্তব্য করেছিলেন ভিরাট ভারতের ব্যাটিং এর ভবিষ্যৎ। নিজের উপর চেপে বসা প্রত্যাশা পুরোটাই যেন পূরণ করেছেন বিরাট কোহলি। সাদা বলের ক্রিকেটে নিজেকে যে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একটাই সেঞ্চুরি কোহলির। তবে হতে পারতো আরও দুটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৫ আর নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৫ রানে আউট হয়েছেন তিনি। তাতে ভাঙতে পারতো ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটাও। ৫০ সেঞ্চুরি করে শচীনকেও ছাড়িয়ে যেতে পারতেন কোহলি।

তবে, ভারতের সাবেক গ্রেট সুনীল গাভাস্কারের বিশ্বাস এবারের বিশ্বকাপেই সেই মাইলফলকে চলে যাবেন বিরাট। শচীনের ৪৯ সেঞ্চুরি টপকে ৫০ সেঞ্চুরিও এবারের আসরে পাবেন বলেই মনে করেন তিনি। কবে পাবেন, সেটাও জানিয়ে রেখেছেন গাভাস্কার। নিজের জন্মদিনে, ইডেনের ভরা দর্শকদের সামনেই বিরাট নিজের শতকের অর্ধশতক করবে বলে মন্তব্য দ্য লিটল জিনিয়াসের।

‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে নিজের ৫০তম শতরান করবে বিরাট। কারণ, সে দিনই (৫ নভেম্বর) বিরাটের জন্মদিন। তাই এর থেকে ভাল মঞ্চ হতে পারে না। ইডেনের দর্শকের সামনে এই শতরানের আনন্দও অনেক বেশি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *