আগামী দুই দিন ঢাকায় কি কি করবেন সাকিব

খেলা

অক্টোবর ২৬, ২০২৩ ১:২৫ অপরাহ্ণ

চলমান ভারত বিশ্বকাপে ভালো যাচ্ছেনা বাংলাদেশের। বিশ্বকাপের আগের দারুন ফর্মে থাকা ব্যাটাররাও নেই ছন্দে । খারাপ অবস্থায় অধিনায়ক সাকিব আল হাসান নিজেও। দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হার। তারপরই আচমকাই ছুটি নিয়ে দেশে ফিরলেন টাইগার অধিনায়ক। তার এমন ফেরা নিয়ে কম আলোচনা হয়নি। যদিও জানা গিয়েছে, কেবল ক্রিকেট সংক্রান্ত কাজেই ঢাকায় পা রেখেছেন সাকিব।

বিশ্বকাপের মধ্যে আচমকা সাকিবের দেশে ফেরাতে অবাকই হয়েছে সবাই। অনেকেরই ধারণা ছিল অ-ক্রিকেটীয় কাজেই সাকিবের এমন ফেরা। অবশ্য ব্যাট হাতে রান না পাওয়া সাকিব নিজের অনুশীলন ঝালাই করতেই ফিরে এসেছেন পুরোনো গুরুর কাছে।

ঢাকায় নেমেই ছোট বেলার কোচ নাজমুল আবেদীন ফাহিমের শরণাপন্ন সাকিব। মিরপুর মাঠের ইনডোরে করেছেন তিন ঘন্টার সেশন। সেখানে কেবল ছিলই ব্যাটিং নিয়ে কাজ।আজ এবং আগামীকালও করবেন অনুশীলন। সাকিবের প্রথম দিনের অনুশীলন নিয়ে এক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন কোচ ফাহিম

সেখানে তিনি বলেন, ‘গতকালকেই জানতে পেরেছি যে সাকিব আসছে। তিন ঘণ্টার সেশন হয়েছে ওর সঙ্গে। আগামী দুই দিনের পরিকল্পনা হলো পুরো দিনই অনুশীলন করা। এরপর সে নেদারল্যান্ডস ম্যাচের জন্য দলের সঙ্গে যোগ দেবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *