চারবারের চ্যাম্পিয়ন চীনকে হারালো বাংলাদেশ

খেলা

আগস্ট ২৯, ২০২২ ৬:৫৯ পূর্বাহ্ণ

স্মরণকালে ভলিবল কোর্টে এমন রুদ্ধশ্বাস আন্তর্জাতিক ম্যাচ কমই খেলেছে বাংলাদেশ। বাহরাইনে এশিয়ান অনূর্ধ্ব-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে চীনকে ৩-২ সেটে হারিয়েছে বাংলাদেশ। ১৭ দেশের প্রতিযোগিতায় পঞ্চম হয়ে দারুণ চমক দেখিয়েছে বাংলাদেশ।

এশিয়ান যুব ভলিবলে সর্বোচ্চ ছয়বার চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার কাছে গতকাল কোয়ার্টার ফাইনালে হেরে আজ বাংলাদেশকে খেলতে হয়েছে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ। কিন্তু এই ম্যাচও ছিল অনেক কঠিন। কারণ, চীন এশিয়ান যুব ভলিবলে দ্বিতীয় সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন। এমন শক্তিশালী দলের বিপক্ষে প্রত্যাশার চেয়ে ভালো খেলেছে বাংলাদেশ। সার্ভিস, ব্লকসহ সব বিভাগেই চীনকে পেছনে ফেলেছেন তানভীর হোসেনরা।

সাধারণত কোনো দল প্রথমে ২৫ পয়েন্ট পেলে সেটের নিষ্পত্তি হয়ে যায়। কিন্তু বাংলাদেশ–চীন লড়াইয়ে প্রথম সেটে ২১ থেকে ৩১ পয়েন্ট পর্যন্ত কোনো দলই পরপর দুটি পয়েন্ট নিতে পারেনি। শেষ পর্যন্ত ৩২-৩০ পয়েন্টে গড়ানো প্রথম সেটের জয়ী দল বাংলাদেশ।

দ্বিতীয় সেটও জয়ী দল একই। এবার ব্যবধান ২৫-১৯। এরপর টানা দুই সেট জিতে ম্যাচে ফিরে আসে চীন। তৃতীয় সেট চীনের জয়ের ব্যবধান ২৫-২৩। চতুর্থ সেট ২৫-২২। পঞ্চম সেটে আবারও তীব্র লড়াই। এক সময় দুদলের পয়েন্ট ছিল ১০-১০। এরপর একবার বাংলাদেশ পয়েন্ট পায় তো আরেকবার চীন। শেষ পর্যন্ত ১৫-১৩ পয়েন্টে জিতে আনন্দে ভেসেছে বাংলাদেশ।

চীনের তুলনায় সুযোগ–সুবিধায় অনেক পিছিয়ে বাংলাদেশ। তার ওপর খণ্ডকালীন ইরানি কোচ আলীপোর আরজির অধীনে মাত্র এক মাসের অনুশীলনে বাহরাইন গেছে বাংলাদেশ। কিন্তু খেলা দেখে মনে হয়নি বাংলাদেশের প্রস্তুতিস্বল্পতা ছিল। ইরাক, কাতার, চীনের মতো দলকে হারিয়ে চমক দেখিয়েছেন বাংলাদেশের খেলোয়াড়েরা।

আগামী ডিসেম্বরে ঢাকায় এশিয়ান সেন্ট্রাল পুরুষ অনূর্ধ্ব-২৩ ভলিবল চ্যাম্পিয়নশিপের আগে বাহরাইন সফরের অভিজ্ঞতা কাজে আসবে বাংলাদেশ দলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *