চাটখিলে নকল, ভেজাল, মেয়াদ উত্তীর্ণ, ঔষধ বিক্রয় প্রতিরোধে মতবিনিময় সভা

দেশজুড়ে

আগস্ট ৩০, ২০২২ ৭:০৯ অপরাহ্ণ

রিপন মজুমদার, নোয়াখালী

নোয়াখালী চাটখিল উপজেলায় নকল, ভেজাল, মেয়াদ উত্তীর্ণ, আন রেজিস্ট্রার্ড ঔষধ বিক্রয় প্রতিরোধকল্পে আজ (৩০ আগস্ট) সকাল ১১টায় চাটখিল দক্ষিণ বাজার স্কাই ভিউ চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে সহকারী পরিচালক ঔষধ প্রশাসন নোয়াখালী জেলা ও চাটখিল বাজার ঔষধ দোকান সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতির চাটখিল উপজেলা সভাপতি ফজলুর রব বাবুলের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী পরিচালক ঔষধ প্রশাসন নোয়াখালী জেলা শেখ আহ্ছান উল্লাহ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি চৌমুহনী বাজার ঔষধ দোকান সমিতি আফতাব উদ্দিন মাসুদ।

আরো উপস্থিত ছিলেন চাটখিল বাজার ঔষধ দোকান সমিতির সেক্রেটারি ফয়েজ খাঁন,সিনিয়র সহ-সভাপতি পরেশ মজুমদার, কোষাধ্যক্ষ কামাল হোসেন, দৈনিক মানবকন্ঠ ও সাপ্তাহিক শীর্ষ খবর প্রতিনিধি রিপন মজুমদার, দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন সজীব, লাইফ কেয়ার ফার্মেসীর সত্ত্বাধিকারী নজরুল ইসলাম, আইডিয়াল ফার্মেসীর সত্ত্বাধিকারী সুজন, সুমাইয়া ফার্মেসীর সত্ত্বাধিকারী আবদুল্লাহ সানি, আয়েসা ফার্মেসীর সত্ত্বাধিকারী মনির হোসেন সোহাগ, রবিন ফার্মেসীর সত্ত্বাধিকারী রবিন, এসএম ফার্মেসীর সত্ত্বাধিকারী সাইফুল ইসলাম রানা সহ চাটখিল পৌর বাজারের প্রায় সকল ঔষধ ব্যবসায়ীবৃন্দ।

এ সময় আরেও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফারিয়া চাটখিল উপজেলা শাখা আহ্বায়ক বেলায়েত হোসেন, সেক্রেটারি শরিফুল ইসলাম, সদস্য মাহমুদসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

সহকারী পরিচালক ঔষধ প্রশাসন নকল, ভেজাল, মেয়াদ উত্তির্ণ, আন রেজিস্ট্রার্ড ঔষধ বিক্রয়ে কোন প্রকার ছাড় দেওয়া হবে না এবং আগামী ৩ মাসের মধ্যে সকল ঔষধ দোকানের ড্রাগ লাইসেন্স করার নির্দেশ দেন এবং এ বিষয়ে উনি সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *