সন্তান প্রসবের পর নারী ফুটবলার রাজিয়া সুলতানার মৃত্যু

দেশজুড়ে

মার্চ ১৪, ২০২৪ ৮:৪৬ অপরাহ্ণ


সাতক্ষীরা প্রতিনিধি :  বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল টিমের সদস্য রাজিয়া সুলতানা (২০) সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে স্ট্রোক করে মারা গেছেন।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষ্মীনাথপুর গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত রাজিয়া সুলতানা উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষ্মীনাথপুর গ্রামের নুর আলী সরদারের মেয়ে।
কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদি জানান, ফুটবলার রাজিয়া সুলতানা দরিদ্র পরিবারের মেয়ে। গতকাল রাত ১০টার দিকে তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন। পরে রাত ৩টায় অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। একপর্যায়ে স্ট্রোকে করেন রাজিয়া। পরে তাকে কালিগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, প্রাথমিক বিদ্যালয় থেকে ফুটবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ছিলেন রাজিয়া। পরবর্তী সময়ে জাতীয় নারী ফুটবল দলের অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ দলের সদস্য হয়ে খেলার সুযোগ হয় তার। সবশেষ অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল টিমের সদস্য ছিলেন রাজিয়া। একবার ভুটানে খেলতে গিয়েছিলেন তিনি। তার এই মৃত্যুর খবরে আমরা সকলে শোকাহত। গত এক বছর তিনি খেলার বাইরে ছিলেন বলে জানান উপজেলা চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *