চলে গেলেন অভিনেতা মাসুম আজিজ

স্লাইড

অক্টোবর ১৭, ২০২২ ৪:৪৬ অপরাহ্ণ

মতিউর রহমান সরকার দুখু (প্রতিনিধি):-

আজ দুপুর ২ টা ৪৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অভিনেতা মাসুম আজিজ।তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
অভিনেতা মাসুম আজিজ দীর্ঘদিন ধরে ক্যান্সার ও হার্টের নানা রকম জটিলতায় ভুগছিলেন।

আগামীকাল ১৮ অক্টোবর ১১ টায় মাসুম আজিজের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে।এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করবেন।

মাসুম আজিজ পাবনা জেলার ফরিদপুর উপজেলায় ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন।

১৯৭২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় তিনি থিয়েটারে অভিনয় শুরু করেন। ১৯৮৫ সালে প্রথম তিনি টিভি নাটকে অভিনয় করেন। তিনি যেসব নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য : উড়ে যায় বকপক্ষী,ঘানি, এইতো প্রেম, গহীনে শব্দ ইত্যাদি। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার,মেরিল প্রথম আলো পুরস্কার ও একুশে পদক(২০২২) লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *