গুলিবিদ্ধ আবের অবস্থা সংকটাপন্ন

আন্তর্জাতিক স্লাইড

জুলাই ৮, ২০২২ ১২:৪৯ অপরাহ্ণ

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের অবস্থা সংকটাপন্ন। শুক্রবার (৮ জুলাই) স্থানীয় সময় সকাল ১১টার দিকে তিনি বন্দুক হামলার শিকার হন।

হাসপাতালের জরুরি বিভাগ জানিয়েছে, তার ভেতরে জীবনের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না।

আবেকে গুলি করে আহত করার অভিযোগে ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এনএইচকের একটি ভিডিওতে তার রক্ষীদের একজনকে আটক করতে দেখা যায়। এইএইচকে জানায়, ১১ টা ৩০ এর দিকে দুটি গুলির শব্দ শোনে এনএইচকের রিপোর্টার। এরপর আবেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি।

জাপানের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী ছিলেন আবে। ২০০৬ থেকে ২০০৭ এবং ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত দুদফায় তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১০ জুলাই) জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচন হওয়ার কথা রয়েছে। ২০২০ সালে ৬৭ বছর বয়সী আবে পদত্যাগ করেছিলেন। তিনি নিজে প্রার্থী না হলেও তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির অন্য সদস্যদের পক্ষে প্রচার চালাচ্ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *