গলা কেটে হত্যার আসামি গ্রেফতার

দেশজুড়ে

মার্চ ৩, ২০২৩ ১০:১৮ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি নোয়াখালী

নোয়াখালী সদর উপজেলায় সিএনজিচালক মো: আব্দুল হাকিমকে (৩৫) গলা কেটে হত্যার ঘটনার সেই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

৩ মার্চ শুক্রবার বিকেলে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার মো: কামাল ওরফে কামাল ডাকাত (৩৮) উপজেলার আন্ডারচর ইউনিয়নের বাসিন্দা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আন্ডারচর ইউনিয়নের সিরাজের চায়ের দোকান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ আরো বলেন সিএনজি চালক হাকিম হত্যার প্রাপ্ত তথ্যমতে কামাল ডাকাত ওই মামলার সন্দিগ্ধ আসামি। তাকে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি রবিবার উপজেলার পূর্ব চরমটুয়া ইউপির ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরমটুয়া গ্রামের সফিগঞ্জ বাজারের দক্ষিণ পাশে একটি সয়াবিন ক্ষেতে সিএনজিচালক আব্দুল হাকিমকে গলা কেটে হত্যা করে লাশ মাটি চাপা দিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ২৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ৮ টার দিকে স্থানীয় কয়েকজন দিনমজুর সয়াবিন ক্ষেতে কাজ করতে যায়। ওই সময় তারা সয়াবিন ক্ষেতের এক পাশে রক্ত দেখতে পেলে তাদের সন্দেহ হয়। রক্তের সূত্র ধরে তারা একটি মাটি চাপা দেয়া গর্তের সন্ধান পায়। পরে গর্ত খুঁড়ে মানুষের পা দেখতে পেলে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করলে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২ টায় ওই সিএনজিচালকের গলাকাটা লাশ উদ্ধার করে। নিহত হাকিম উপজেলার আন্ডারচর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের মো: ইব্রাহীম ওরফে রাজা মিয়ার ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *