ক্লাবের নেশায় খেলাইফি, এবার কিনতে যাচ্ছেন লিভারপুল

ক্লাবের নেশায় খেলাইফি, এবার কিনতে যাচ্ছেন লিভারপুল

খেলা

জানুয়ারি ১৮, ২০২৩ ৯:৪৬ পূর্বাহ্ণ

ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) চালাচ্ছে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট (কিউএসআই)। আর্থিক দিক দিয়ে বেশ ভালো অবস্থা তাদের। এবার তারা হাত বাড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) জায়ান্ট লিভারপুলের দিকে।

কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টের চেয়ারম্যান হিসেবে আছেন নাসের আল খেলাইফি, তারই দল পিএসজি। খেলাইফির লিভারপুল কেনার বিষয়টি নিশ্চিত করেছে ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট গোলডটকম।

ইদানিং ফুটবলের দিকে ঝুঁকে পড়েছে মধ্যপ্রাচ্যের বড় বড় ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠানগুলো। ইতোমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির মালিকানা নিয়েছে আরব আমিরাতের আবুধাবি ইউনাইটেড গ্রুপ ও নিউ ক্যাসলের মালিকানা সৌদি আরবের কোম্পানির হাতে।

যদি লিভারপুলকে খেলাইফি কিনে নিতে পারেন তাহলে এটি হবে প্রিমিয়ার লিগের তৃতীয় ক্লাব যাদের মালিকানা মধ্যপ্রাচ্যর হাতে। লিভারপুলের মালিকানা এখন যুক্তরাষ্ট্রের ফেনওয়ে গ্রুপের হাতে। তারা ঐতিহ্যবাহী ক্লাবটি বিক্রি করতে চাচ্ছে বলে গুঞ্জন আছে।

ফেনওয়ে স্পোর্টস গ্রুপ লিভারপুলের জন্য ৪ বিলিয়ন মার্কিন ডলার দর হাঁকিয়েছে। ইতোমধ্যে তারা বিক্রির চুক্তি সম্পন্ন করার জন্য ইনভেস্টমেন্ট ব্যাংক গোল্ডম্যান স্যাকস এবং মর্গান স্ট্যানলিকে যুক্ত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *