কবরখানার মধ্যে দিয়ে এই ১৩টি সিঁড়ি পার করলেই নাকি নিশ্চিত নরক দর্শন

কবরখানার মধ্যে দিয়ে এই ১৩টি সিঁড়ি পার করলেই নাকি নিশ্চিত নরক দর্শন

স্পেশাল

জানুয়ারি ২৬, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ

 

এই পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে অপার রহস্য। অহরহ এমন অনেক ঘটনা ঘটে চলেছে, যা বৈজ্ঞানিক বিচার বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করা যায় না। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের মল্ট্‌বি কবরখানা ঘিরে এমনই কিছু রহস্য জড়িয়ে আছে, যার ব্যাখা খুঁজতে গেলে কপালে ভাঁজ পড়তে বাধ্য।

এই কবরখানার এক বিশেষ কবরে পৌঁছতে গেলে পেরতে হবে একটি দরজা, পার করতে হবে তেরোটি সিঁড়ি। যাকে বলে ‘স্টেয়ার টু হেল। সেই সিঁড়ি দিয়ে নীচে নামলেই নাকি খুলে যাবে এক অজানা জগত যা সাক্ষাৎ নরকের সমান।

প্রত্যক্ষদর্শীদের মতে, দিনের বেলা সব কিছু স্বাভাবিক দেখতে লাগলেও রাত হলেই সেখানে নাকি নেমে আসে এক অদ্ভুত নিস্তব্ধতা। জাগতিক কোনও শব্দই নাকি পৌঁছয় না সেখানে।

জানা গিয়েছে, মল্ট্‌বি শহরেরই এক সম্ভ্রান্ত পরিবারের সদস্যদের কবরে পৌঁছতেই নাকি পার করতে হয় রহস্যে ঘেরা এই সিঁড়ি। কথিত আছে, এই পরিবারের প্রায় প্রত্যেকেই নাকি শয়তানের উপাসক ছিলেন। তাঁদের মৃত্যুর পর সবাইকে একই জায়গায় কবর দেওয়া হয়।

রাত বাড়লেই নাকি এই কবরের আশেপাশে শোনা যায় ফিসফাস, দমফাটা হাসির আওয়াজ আর নারী কণ্ঠের হাহাকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *