এটা কি বললেন সিরাজ

খেলা

অক্টোবর ১৬, ২০২৩ ১০:৪১ পূর্বাহ্ণ

যে কারো জন্য অনুপ্রেরণার মোহাম্মদ সিরাজ। রিকশাচালকের ছেলে আজ বিশ্বসেরাদের একজন । ২০২০ সালে সিরাজ যখন জাতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যান তখন তার বাবা পৃথিবীর মায়া ত্যাগ করেন। বাবাকে শেষ দেখাও হয়নি সিরাজের শুধু মাত্র দলের কথা ভেবে।

বল হাতে আলো ছড়িয়েছেন ক্যারিয়ারের শুরু থেকেই। মাত্র অল্প দিনের ব্যবধানে দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সিরাজ। ভারতের পেস বোলিং লাইনআপের অন্যতম শক্তি এই ডানহাতি পেসার। ঘরের মাঠে এবার প্রথমবার বিশ্বকাপ দলের অংশও হয়ে গেছেন এই পেসার।

তবে সিরাজ জানিয়েছেন, তিনি কখনো ভাবেননি যে বিশ্বকাপ খেলতে পারবেন। ১৪ তারিখ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিরাজ বলেছেন, ‘যদি সত্যি বলি, আমি কখনো ভাবি নাই যে বিশ্বকাপ খেলব। কারণ, আমি খুবই নিম্ন পারিবারিক অবস্থা থেকে এসেছি।’

পাকিস্তানের বিপক্ষে সেদিন দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন সিরাজ। আবদুল্লাহ শফিক ও বাবর আজমের উইকেট নিয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ সব সময় চাপের হয় জানিয়ে সিরাজ বলেছেন, ‘ভারত এবং পাকিস্তান ম্যাচ সব সময় অন্য লেভেলের। অন্য রকম চাপের। এটা আমি আজ দেখেছি। আমার ভালো অনুভূত হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *